নিতাই দে,  আগরতলা :    নির্মাণ শ্রমিকদের জন্য খুশির খবর । বন্যা পরিস্থিতির সময়ে ত্রিপুরা রাজ্যে রোজগার বন্ধ হয়ে যাওয়া নির্মাণ শ্রমিকদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড: মানিক সাহা। পরিস্থিতি থেকে উত্তরণে তাদের এককালীন সহায়তা হিসেবে ৪  হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর জানান মুখ্যমন্ত্রী । 

 

মুখ্যমন্ত্রী বলেন,  গত ১৯ আগষ্ট ২০২৪  থেকে সমগ্র রাজ্যে অতিভারী বর্ষণের পরিপ্রেক্ষিতে সৃষ্ট ভয়াবহ বন্যার কারণে অন্যান্য ত্রিপুরাবাসীর মতো রাজ্যের নির্মাণ শ্রমিকগণও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন। এতে প্রায় টানা ৮ দিন তাদের রুজি রোজগার পুরোপুরি বন্ধ হয়ে যায়।তাদের এই শোচনীয় পরিস্থিতি থেকে কিছুটা মুক্তি দিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড এর সেস ফান্ড থেকে যে সকল ক্ষতিগ্রস্থ পরিবারে নথিভুক্ত নির্মাণ শ্রমিক রয়েছেন তাদেরকে এককালীন ৪০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

 

উল্লেখ্য, সারা রাজ্যে নথিভুক্ত শ্রমিকের সংখ্যা - ৪২,৯৮১ জন। তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে ১৭,১৯,২৪,০০০ টাকা। জেলা পর্যায়ে নথিভুক্ত নির্মাণ শ্রমিক রয়েছেন - পশ্চিম ত্রিপুরা জেলা - ১৩, ১৪৮ জন, সিপাহীজলা জেলা - ৫,৮৯৯ জন, গোমতী জেলা - ৫,৬৯৮ জন, দক্ষিণ ত্রিপুরা জেলা - ৪,১৩৩ জন, খোয়াই জেলা - ৪,৫২৯ জন, ধলাই জেলা - ৩,৫৯২ জন, উনকোটি জেলা - ৩,৮৬১ জন এবং উত্তর ত্রিপুরা জেলা - ২,১২১ জন।