আজকাল ওয়েবডেস্ক: সন্তানরা পড়াশোনায় দুর্বল হওয়ায় তাঁদের খুন করে নিজেও গলায় দড়ি দিয়েছেন বাবা। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী রইল অন্ধ্রপ্রদেশ।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির স্ত্রী প্রথমে তাঁর স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখেন।এতেই তাঁর মনে সন্দেহ জাগে। এরপরেই বিষয়টা খতিয়ে দেখেতে তিনি এগিয়ে যান। তখনই তিনি দেখেন তাঁর স্বামী গলায় দড়ি দিয়েছেন এবং দুই সন্তানের মৃতদেহ বালতির মধ্যে পড়ে আছে। 

পুলিশ সুত্রে খবর, শুক্রবার ১০ টা নাগাদ এই ঘটনা ঘটেছে। ৩৭ বছরে ওই ব্যক্তি একটি সংস্থায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। দুই সন্তান পড়াশোনায় দুর্বল হওয়ায় তাঁদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলেন। এরপরই রেগে গিয়ে তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলেই মনে করা হচ্ছে। পুলিশ  তদন্তে নেমে ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। ইতিমধ্যে সেটিকে ফরেন্সিক পরীক্ষায় পাঠনো হয়েছে। ঘটনায় অন্যকোনও রহস্য আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।