আজকাল ওয়েবডেস্ক: ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে বিরোধ। শেষপর্যন্ত যা চরম আকার ধারণ করল। মারামারির জেরে নাক কাটা গেল এক দোকানদারের! ঘটনাটি কর্নাটকের বেলাগাভির। 

জানা গিয়েছে যে, বেলাগাভির খাদে বাজারের খঞ্জর গলিতে সুফিয়ান পাঠান (৪২) নামে এক ব্যবসায়ী দোকান বসাতে চেয়েছিলেন। কিন্তু, অন্য এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর মতবিরোধ হয়। ফলে উভয়ই তীব্র তর্কে জড়ান। ক্রমেই যা হিংসার রূপ নেয়। অভিযোগ যে, বচসার মধ্যেই আয়ান দেশাই একটি ছুরি বের করে সুফিয়ানের নাক কেটে দেয়। ঝগড়ার সময় সমীর পাঠান নামে এক ব্যক্তিও আহত হন।

জখম সুফিয়ান, বর্তমানে বেলাগাভি বিআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। ঘটনাটি মার্কেট থানার আওতাধীন। অভিযুক্ত অয়ন দেশাই পলাতক, পুলিশ তাঁকে খুঁজছে।