বীরেন ভট্টাচার্য, দিল্লি: গিরিরাজ সিং এর মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ করলেন তৃণমূলের মহিলা সাংসদরা। ফিল্ম ফেস্টিভ্যালে সলমন খান, সোনাক্ষি সিনহা সহ অভিনেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাচগানে যোগ দেওয়াকে অশালীন ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং। বুধবারই বিষয়টি নিয়ে সরব হয় তৃণমূল নেতৃত্ব। আজ সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ, প্রতিবাদ করেন তৃণমূলের প্রমিলা বাহিনী।
লোকসভার সাংসদদের মধ্যে বিক্ষোভে উপস্থিত ছিলেন মালা রায়, প্রতিমা মণ্ডল, শতাব্দী রায়, অপরূপা পোদ্দার এবং মহুয়া মৈত্র। রাজ্যসভার সাংসদদের মধ্যে উপস্থিত ছিলেন মৌসম বেনজির নুর। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করায় গিরিরাজ সিংকে বহিষ্কারের দাবি করেন তৃণমূলের মহিলা সাংসদরা। প্ল্যাকার্ডে লেখা, ‘মোদির মন্ত্রী সঠিকভাবে শব্দ চয়ন করুন।’ মালা রায় বলেন, ‘এই মন্তব্যে আরও একবার প্রমাণ হয়েছে, মহিলাদের অসম্মান করে বিজেপি। সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। তাঁকে একমাত্র অপমানজনক কথা বলে বিজেপি। যাঁরা মহিলাদের সম্মান জানাতে জানেন না, তাঁরা কোনও মানুষকে সম্মান জানাতে পারেন না। গিরিরাজ সিং যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত লজ্জার।’ মহুয়া মৈত্র বলেন, ‘এই মন্তব্য একবারে লজ্জার। গিরিরাজ সিং এর মন্তব্য নারী বিদ্বেষী, পুরুষতান্ত্রিক। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য। এটাই বিজেপির একমাত্র সমস্যা। তারা মহিলাদের ক্ষমতা, মহিলাদের কোনও পদে আসাকে পছন্দ করে না। পরে তিনি এই মন্তব্য অস্বীকার করেছেন। বিজেপি একইসঙ্গে মিথ্যাবাদী।’ গিরিরাজের মন্তব্যের নিন্দা করেছেন উদ্ধব ঠাকরে শিবিরের সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি বলেন, ‘এই মন্তব্যের মধ্যে বিজেপির মহিলা বিরোধী মানসিকতা প্রকাশিত হয়েছে। তাঁর ক্ষমা চাওয়া উচিত।’
লোকসভার সাংসদদের মধ্যে বিক্ষোভে উপস্থিত ছিলেন মালা রায়, প্রতিমা মণ্ডল, শতাব্দী রায়, অপরূপা পোদ্দার এবং মহুয়া মৈত্র। রাজ্যসভার সাংসদদের মধ্যে উপস্থিত ছিলেন মৌসম বেনজির নুর। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করায় গিরিরাজ সিংকে বহিষ্কারের দাবি করেন তৃণমূলের মহিলা সাংসদরা। প্ল্যাকার্ডে লেখা, ‘মোদির মন্ত্রী সঠিকভাবে শব্দ চয়ন করুন।’ মালা রায় বলেন, ‘এই মন্তব্যে আরও একবার প্রমাণ হয়েছে, মহিলাদের অসম্মান করে বিজেপি। সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। তাঁকে একমাত্র অপমানজনক কথা বলে বিজেপি। যাঁরা মহিলাদের সম্মান জানাতে জানেন না, তাঁরা কোনও মানুষকে সম্মান জানাতে পারেন না। গিরিরাজ সিং যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত লজ্জার।’ মহুয়া মৈত্র বলেন, ‘এই মন্তব্য একবারে লজ্জার। গিরিরাজ সিং এর মন্তব্য নারী বিদ্বেষী, পুরুষতান্ত্রিক। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য। এটাই বিজেপির একমাত্র সমস্যা। তারা মহিলাদের ক্ষমতা, মহিলাদের কোনও পদে আসাকে পছন্দ করে না। পরে তিনি এই মন্তব্য অস্বীকার করেছেন। বিজেপি একইসঙ্গে মিথ্যাবাদী।’ গিরিরাজের মন্তব্যের নিন্দা করেছেন উদ্ধব ঠাকরে শিবিরের সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি বলেন, ‘এই মন্তব্যের মধ্যে বিজেপির মহিলা বিরোধী মানসিকতা প্রকাশিত হয়েছে। তাঁর ক্ষমা চাওয়া উচিত।’
