আজকাল ওয়েবডেস্ক: এক, দু'ঘণ্টা নয়। টানা ৪০ ঘণ্টা দীর্ঘ যানজটে আটকে হাজার হাজার গাড়ি। চড়া রোদের মধ্যে হাঁসফাঁস দশা সকলেরই। যানজটে আটকেই হৃদরোগে আক্রান্ত হয়ে মর্মান্তিক পরিণতি হল তিনজন যাত্রীর। অসুস্থ বহু। এই ঘটনা ঘিরে ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়ার মন্তব্য চমকে দিল সাধারণ মানুষকে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। আগ্রা-মুম্বই জাতীয় সড়কের ইন্দোর-দেওয়াস সেকশনে তীব্র যানজটের সমস্যা রয়েছে। সম্প্রতি সেই সড়কেই ৪০ ঘণ্টা যানজটে আটকে পড়েন অগণিত মানুষ। পুলিশ জানিয়েছে, কমল পাঞ্জাল(৬২), বলরাম প্যাটেল(৫৫), সন্দীপ প্যাটেল(৩২) এই তিনজনের মৃত্যু হয়েছে। 

 

ওই সড়কের একপাশে দীর্ঘদিন ধরেই রাস্তা খোঁড়া রয়েছে। এখনও পর্যন্ত কাজ সম্পূর্ণ শেষ হয়নি। ফলে রাস্তার একপাশ দিয়েই যান চলাচল হয়। তিনজনের মৃত্যুর পর ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়ার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের হয়। মামলাটি ইন্দোর হাইকোর্টেও ওঠে। বিচারপতি বিবেক রাশিয়া ও বিচারপতি বিনোদ কুমার দ্বীবেদী ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়াকে নোটিশ পাঠায়।  

 

এরপরই ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়ার তরফে আদালতে জানানো হয়, 'সকাল সকাল কাজ না থাকলেও কেন সকলে বাড়ি থেকে বের হন!' কাঁধ থেকে দায় ঝেড়ে উল্টে জনগণের উপরেই দোষ চাপিয়েছে তারা। যে মন্তব্য ঘিরে সাধারণ মানুষ আরও ক্ষোভ উগরে দেন। হাইকোর্ট জানিয়েছে, ২০২৪ সালে নভেম্বর মাসের মধ্যে ওই সড়কের কাজ শেষ হওয়ার কথা ছিল। পাল্টা হাইওয়ে অথোরিটি জানিয়েছে, স্ট্রাইকের কারণ কর্মীরা কাজ শেষ করতে পারেননি।