আজকাল ওয়েবডেস্ক: পুরনো শত্রুতার জেরে এক যুবককে খুনের চেষ্টা করা হল। ঘটনায় শোরগোল চেন্নাইয়ের বেলাচেরি এলাকায়। রবিবার ২৩ বছর বয়সী ওই যুবককে দফায় দফায় ছুরি দিয়ে আঘাত করা হয়। অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা ঘিরে ইতিমধ্যেই তামিলনাড়ুর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যুবকের নাম পার্থিবন। পুলিশ জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। ঘটনার তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই নন্দ, বিষ্ণু ও সুন্দর নামে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ঘটনার জেরে অভিযুক্তদের জেল হেফাজতে পাঠানো হয়েছে।
এদিকে তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পার্থিবন পেশাদার ডেলিভারি কর্মী নন, বরং এলাকায় তাঁর দুষ্কৃতী হিসেবে বদনাম রয়েছে। সম্প্রতি পার্থিবন ওই অভিযুক্তদের মারধর করেছিলেন বলে অভিযোগ। সেই আক্রোশ থেকেই রবিবার পার্থিবনের ওপর পাল্টা হামলা চালায় ওই তিন যুবক। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসেই একটি অপরাধের ঘটনায় জামিনে ছাড়া পেয়েছিলেন তিনি।
ব্যক্তিগত বিবাদ থেকে হামলার সূত্রপাত হলেও বিষয়টিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তামিলনাড়ু বিজেপির সভাপতি নাইনার নগেন্দ্রন অভিযোগ তুলেছেন, রাজ্যে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং এইসব ঘটনা এখন সাধারণ হয়ে দাঁড়িয়েছে। এর জন্য সরাসরি ডিএমকে সরকারকেই দায়ী করেছেন তিনি।
শাসক দল ডিএমকে অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের দাবি, এটি ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে। একে কেন্দ্র করে রাজনীতি করা সাজে না। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে বেলাচেরি থানার পুলিশ।
