আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি পুনের মেট্রোর দৈনন্দিন যাত্রা এক হৃদয়স্পর্শী মুহূর্তে পরিণত হয়। দেখা যায় এক বাঁশির বাদক হঠাৎই এক শিশুর উদ্দেশে সুরের মুগ্ধতা ছড়িয়ে দেন। এই আবেগঘন দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন স্বয়ং সংগীতশিল্পী তনিষ্ক ঘোড়কে। ভিডিওতে দেখা যায়, তিনি পুনে মেট্রোর একটি কোচে বসে ছোট কৃষ্ণের একটি সুর বাজাচ্ছেন। তার বাঁশির সুর মুহূর্তেই আশেপাশের যাত্রীদের মন কেড়ে নেয়। আর এহেন পরিস্থিতিতে সবচেয়ে বেশি আকৃষ্ট হয় এক ছোট্ট শিশু।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, শিশুটি তার মায়ের কোলে বসে ছিল তনিষ্কের সামনের আসনে। বাঁশির সুরে এতটাই মুগ্ধ হয়ে যায় সে যে ধীরে ধীরে মায়ের কোলে থেকে নেমে আসে। এরপর এগিয়ে যায় তনিষ্কের দিকে। শিশুটি এগিয়ে যেতেই যা ঘটে তা সত্যিই মনোমুগ্ধকর। দেখা যায়, শিশুটি তার ছোট ছোট হাতে তনিষ্কের বাঁশির বাক্সে তাল দেওয়া শুরু করে। এই আকস্মিক যুগল পরিবেশনা দেখে অন্যান্য যাত্রীরাও অভিভূত হয়ে পড়েন। পরবর্তীতে তনিষ্ক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'আমার জীবনের অন্যতম সেরা মধুর মুহূর্ত।'
ভিডিওটি ছাড়ার পর দ্রুত সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা লাভ করেছে। এক জন ব্যবহারকারী মন্তব্যে লেখেন, 'ছোট কৃষ্ণটা খুবই মিষ্টি ছিল,' আরেক জন মন্তব্য করে বলেন, 'যেভাবে ছোট ছেলেটি তার দিকে তাকাচ্ছিল, অসাধারণ।' আরেক জন লেখেন, 'ছোট কানহা তালে তালে হাত দিচ্ছিল।' মন্তব্য বিভাগ ভালোবাসার ইমোজিতে ভরে যায়, যা প্রমাণ করে ঘটনাটি কতটা মানুষের হৃদয় ছুঁয়েছে।
প্রসঙ্গত, এর আগেও এক বাঁশিবাদকের পরিবেশনা মানুষের মন জয় করে নিয়েছিল। জানা গিয়েছে তিনি একজন রাজস্থানের সংগীতশিল্পী। মেহবুব নাম তাঁর। তিনি মূলত সুফি-বলিউড ফিউশন ব্যান্ড ‘জয়পুরি ব্রাদার্স’-এর প্রধান বাঁশিবাদক। খবর অনুযায়ী, রায়পুর এয়ারপোর্টে বিমানের নিরাপত্তা চেকের সময় কর্মীদের অনুরোধে বাজাতে শুরু করেন বিখ্যাত গান ‘তেরি মিট্টি’। ২০১৯ সালের ‘কেসরি’ সিনেমার এই গানটি মূলত গেয়েছেন বিখ্যাত গায়ক বি প্রাক। মেহবুব সেই সুরটি বাঁশিতে পরিবেশন করলে এয়ারপোর্টের কর্মীরা করতালিতে অভিবাদন জানান সংগীতশিল্পীকে।
ব্যান্ডটি এই আবেগঘন মুহূর্তের ভিডিও তাঁদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে ক্যাপশনে লেখে, 'রায়পুর এয়ারপোর্টে নিরাপত্তা কর্মীদের অনুরোধে একটি ছোট পারফর্মেন্স দিলাম! এয়ারলাইন স্টাফদের সঙ্গে মিউজিকপ্রেমীদের মধ্যে মজার মুহূর্ত, সংগীতের মাধ্যমে সংযোগ করতে পেরে খুশি।' ভিডিওতে দেখা যায়, মেহবুবের মধুর বাঁশির সুর শুনে অনেক যাত্রী থেমে যান, কেউ কেউ আবার তাঁদের মোবাইলে ভিডিও ধারণ করেন। তাঁর দেশাত্মবোধক সুর সবার মনে এক আবেগঘন ছাপ ফেলে।
