আজকাল ওয়েবডেস্ক: ১ আগস্ট থেকে ফের মধ্যবিত্তের জীবনে বেশকিছু পরিবর্তন হতে চলেছে। এরফলে ফের মধ্যবিত্তের বাজেটে টান পড়বে বলেই মনে করা হচ্ছে। কোন ৫ টি নিত্যপ্রয়োজনীয় বস্তুর দাম বাড়ছে। কোপ পড়বে পকেটে তা একবার দেখে নিন।

১, রান্নার গ্যাস
রান্নার গ্যাস প্রতিটি ঘরের অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী। জুলাই মাসে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। তবে ১ আগস্ট থেকে ফের বাড়বে রান্নার গ্যাসের দাম।

২, গুগুল ম্যাপ
গুগুল ম্যাপ ভারতে তাঁদের নিয়মে কিছু পরিবর্তন করতে চলেছে। গুগুল তাঁর প্রতিটি চার্জে এবার থেকে ৭০ শতাংশ বৃদ্ধি করছে। গুগুল এবার থেকে ভারতীয় টাকায় লেনদেন শুরু করবে। ১ আগস্ট থেকেই এই নিয়ম চালু হবে। তবে এরফলে নতুন করে চার্জ দিতে হবে না।

৩, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড
ক্রেড. চেক, মোবিকুইক সবেতেই এবার থেকে বাড়ছে চার্জ। তেল কিনতে হলে অতিরিক্ত চার্জ যদিও দিতে হবে না। যদি ১৫ হাজারের মধ্যে লেনদেন করা হয় তবে এই বাড়তি চার্জ দিতে হবে না। তবে ১৫ হাজার পার করলেই ১ শতাংশ হারে বেশি মাশুল গুনতে হবে। এটাই বাড়তি মাথাব্যথা হবে সকলের কাছে। ব্যাঙ্ক নতুন চার্জ লাগু করছে টাটা নিউ ইনফিনিটি এবং টাটা নিউ প্লাস ক্রেডিট কার্জে। এই কার্জ হোল্ডাররা এবার থেকে ১.৫ শতাংশ অতিরিক্ত চার্জ দেবেন। উইপিআইয়ের ক্ষেত্রেও এই চার্জ লাগু হবে। তবে ৫০ হাজারের মধ্যে এই চার্জ হবে না। যদি ৫০ হাজারের বেশি লেনদেন হয় তবে এই চার্জ করবে ব্যাঙ্ক। তবে স্কুল-কলেজের ক্ষেত্রে এই বিষয়টি লাগু হবে না।

৪, আগস্টে ব্যাঙ্ক ছুটি
রিজার্ভ ব্যাঙ্কের নতুন ছুটির নিয়ম অনুসারে এই মাসে ব্যাঙ্ককর্মীরা ১৩ দিন ছুটি পাবেন। চারটি শনিবার এবং রবিবারের ছুটিগুলিও এর মধ্যেই থাকছে। সকলে যদি আগে থেকে এই ছুটিগুলি সম্পর্কে জানতে পারেন তবে সেইমত ব্যাঙ্কের কাজ সারতে পারবেন।

৫. বরাদ্দ সময় পার হলেই জরিমানা
অনেকেই রয়েছেন যারা নির্ধারিত সময়ে ব্যাঙ্কের ইএমআই দিতে পারেন না। তাঁদেরকে ব্যাঙ্ক লেট পেমেন্ট কাটে। তবে এবার থেকে কিন্তু সাবধান। এইচডিএফসি ব্যাঙ্ক এবার থেকে লেট পেমেন্ট ১০০ টাকা থেকে ১৩০০ টাকা পর্যন্ত করতে পারে। এই সমস্ত চার্জই জিএসটি এবং সরকারের নিয়মের আওতাভুক্ত হবে।