আজকাল ওয়েবডেস্ক: উচ্চশিক্ষার জন্য ভারতীয়দের বিদেশে পড়তে য়াওয়ার রেওয়াজ অব্যাহত রয়েছে। তবে, এক ধাক্কায় অনেকটাই কমেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রিটেনে পড়তে যাওয়ার প্রবণতা। সব থেকে কমেছে কানাডাগামী ভারতীয় পড়ুয়ার সংখ্যা। কানাডায় অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা ২০২৩ সালে ছিল ২,৩৩,৫৩২ জন। যা ২০২৪ সালে কমে দাঁড়িয়েছে ১,৩৭,৬০৮ জনে। সংখ্যার এই হ্রাস প্রায় ৪১ শতাংশ পতন।  

২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ২.৩৪ লক্ষেরও বেশি ভারতীয় শিক্ষার্থী গিয়েছিলেন। ২০২৪ সালে যা কমে প্রায় ২.০৪ লক্ষে দাঁড়িয়েছে। একইভাবে, ব্রিটেনে যাওয়ার জন্য শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের ১.৩৬ লক্ষ থেকে কমে এ বছর মাত্র ৯৮,০০০ এ দাঁড়িয়েছে।

নয়াদিল্লির সঙ্গে দীর্ঘস্থায়ী কূটনৈতিক উত্তেজনার কারণেই কানাডায় ভারতীয়দের পড়তে য়াওয়ার প্রবণতা কমেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ট্রাম্পের অভিবাসী নীতি, ভিসা পাওয়ার কঠোর নিয়ম সেদেশে বারতীয় তরুণদের যাওয়ার বিষয়টিকে প্রভাবিত করেছে।

বিপরীতে, তুলনায় অনেকটাই লো-প্রোফাইল গন্তব্যগুলিতে পড়তে যাওয়ার জন্য ভারতীয় তরুণদের জনপ্রিয়তা বাড়ছে। ভারতীয় শিক্ষার্থীরা এবার বাংলাদেশ, উজবেকিস্তান, রাশিয়া এবং সিঙ্গাপুরের মতো দেশগুলিকে বেছে নিচ্ছে। মূলত সাশ্রয়ী মূল্যে শিক্ষা, সহজ ভিসা প্রক্রিয়া এবং চিকিৎসা শিক্ষার মতো ক্ষেত্রগুলিতে মনোযোগই এই আগ্রহের কারণ। 

আরও পড়ুন-  ২০২১-২৪, পাঁচ বছরে মোদির বিদেশ সফরে সরকারি কোষাগার থেকে কত খরচ? তথ্য প্রকাশ কেন্দ্রের

বাংলাদেশে ২০২৩ সালে ২০,৩৬৮ জন ভারতীয় শিক্ষার্থী পড়তে গিয়েছিলেন। ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ২৯,২৩২ জন। উজবেকিস্তানে বছর ৯,৯১৫ জন ভারতীয় শিক্ষার্থী যেতেন। যা ২০২৪ সালে বেড়ে হয়েছে ৬,৬০১ জন। রাশিয়ায় পড়তে যাওয়া ভারতীয়দের সংখ্যাও বেড়েছে।  ২০২৩ সালে সেদেশে ৫,৫০৩ জন ভারতীয় গিয়েছিলেন। ২০২৪ সালে তা বেড়ে হয় ৩১,৪৪৪ জন। বিদেশগামী বেশিরভাগ ভারতীয়ই ডাক্তারি পড়ার জন্য রাশিয়াকে বেছে নিচ্ছেন।

তালিকায় রয়েছে সিঙ্গাপুরও। ২০২৩ সালে এ দেশে ১২,০০০ ভারতীয় পড়ুয়া গিয়েছিলেন। ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ১৪,০০০-এরও বেশি। ভারতীয় শিক্ষার্থী সিঙ্গাপুরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে পড়ালেখার জন্য বেছে নিচ্ছেন।

গন্তব্য বদল ঘটছে। সঙ্গে উচ্চ-শিক্ষার জন্য ভারতীয় পড়ুয়াদের বিদেশে পড়তে যাওয়ার প্রবণতাও নিম্নমুখী। ২০২৩ সালে ৮.৯২ লক্ষ শিক্ষার্থী বিদেশে পড়তে গিয়েছিল। এই বছর তা কমে হয়েছে ৭.৫৯ লক্ষ। 

আরও পড়ুন-  ব্লিঙ্কিট-সুইগির ছদ্মবেশে দুঃসাহসিক ডাকাতি! গয়েনার দোকান হাড়হিম লুটপাট, দেখুন সেই ভিডিও