আজকাল ওয়েবডেস্ক: ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। এবার চলন্ত ট্রেনে আগুন।‌ আগুনে যাত্রীদের কোনও ক্ষতি না হলেও ট্রেনটির চারটি কামরা পুড়ে যায়। এদিনের ঘটনার আগুন লাগে পাতালকোট এক্সপ্রেসে।‌ ট্রেনটি পাঞ্জাবের ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের সিওনিতে যাচ্ছিল। আগ্রা ও ঢোলপুরের মাঝে এই আগুনে পুড়ে যায় ট্রেনের চারটি কামরা।

আগুন লাগার পর প্রবল ধোঁয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। চিৎকার করতে থাকেন। দ্রুত ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামানো হয়। বিচ্ছিন্ন করে দেওয়া হয় আগুন লেগে যাওয়া কামরাগুলি। শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে কী কারণে এই আগুন তা এখনও স্পষ্ট নয়।