আজকাল ওয়েবডেস্ক: দশ মাসের মধ্যেই দ্বিতীয় যুদ্ধ জাহাজ পেল ভারতীয় নৌবাহিনী। মঙ্গলবার গার্ডেনরিচ শিফট বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারস ‘‌আইএনএস নির্দেশক’‌ নামক যুদ্ধ জাহাজটি তুলে দিল ভারতীয় নৌবাহিনীর হাতে।

 প্রাক্তন ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চীফ, ইস্টার্ন লেভেল কমান্ড, ভাইস অ্যাডমাইরেল বিশ্বজিত দাশগুপ্তের স্ত্রী শর্বানী দাশগুপ্ত উদ্বোধন করলেন এই সার্ভে ভেসেলের। দশ মাস আগে গত বছরের ডিসেম্বরে ‘‌আইএনএস সন্ধক’‌ পেয়েছিল ভারতীয় নৌবাহিনী, যা ছিল ভারতের সবচেয়ে বড় সার্ভে ভেসেল। ১৯৬১ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত ৭১ টির বেশি যুদ্ধ জাহাজ ভারতীয় নৌবাহিনী হাতে তুলে দিয়েছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স।

‘‌আইএনএস নির্দেশক’‌ ১১০ তম যুদ্ধ জাহাজ যা ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দিল গার্ডেনরিচ শিপবিল্ডার্স। ১৯৪২ সালে ভারতীয় নৌবাহিনীর হাতে ‘‌আইএনএস নির্দেশক’‌ নামে একটি যুদ্ধ জাহাজ প্রথম তুলে দেওয়া হয়। এই যুদ্ধ জাহাজ তারই পুনর্জন্ম। গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের ম্যানেজিং ডিরেক্টর কমান্ডার পি আর হরি (অবসরপ্রাপ্ত) এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের জন্য ভারতীয় নৌবাহিনী এবং সমস্ত অংশীদারকে অভিনন্দন জানিয়ে বলেছেন ‘‌আমরা এই জাহাজটি ১০ মাসের মধ্যে হস্তান্তর করতে পেরে গর্বিত।’‌