আজকাল ওয়েবডেস্ক: নৃশংস ঘটনা যোগীরাজ্যে। প্রথমে ধর্ষণ এবং পরে খুনের অভিযোগ পবন নিষাদের বিরুধে। অভিযোগ ধর্ষণের অভিযোগ তুলে নেওয়ার জন্য বহু দিন ধরেই ওই নির্যাতিতাকে চাপ দিচ্ছিল পবন। শেষে তাড়া করে, মাঝা রাস্তায় কুপিয়ে খুন করেছে, ঘটনায় পবনের সঙ্গী তার ভাইও। উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় এক ১৯ বছরের নির্যাতিতাকে প্রকাশ্য রাস্তায় খুন করেছে অভিযুক্তরা। ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ১৯ বছরের ওই যুবতী বছরখানেক আগেই অভিযোগ দায়ের করেছিল পবনের বিরুদ্ধে। অভিযোগ ছিল, সে নাবালিকা থাকা অবস্থায় পবন তাকে ধর্ষণ করে। গত কয়েকবছর ধরেই পবন এবং তার সহযোগীরা বারবার ওই যুবতীকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিয়েছিল বলেও জানা গিয়েছে। যুবতী খুনের ঘটনায় পবনের সঙ্গে ছিল তার ভাই অশোক নিশাদ। যে নিজেই একটি হত্যা মামলার আসামী এবং সম্প্রতি জেলের বাইরে এসেই এই নৃশংশ খুনের ঘটায়। দুই ভাইয়ে যুবতীকে অভিযোগ তুলে নেওয়ার কথা বললে সে রাজি হয়নি। তার পরেই তাকে তাড়া করে প্রকাশ্য রাস্তায় কুড়ুল দিয়ে কুপিয়ে গত্যা করা হয়েছে। স্থানীয়রা এই নৃশংস ঘটনা দাঁড়িয়ে দেখেন বলেও জানা গিয়েছে।