আজকাল ওয়েবডেস্ক: 'বেটি বাঁচাও, বেটি পড়াও' প্রকল্প নিয়ে দুর্দান্ত বক্তৃতা দিয়েছিল। ১৫ বছর বয়সি কিশোরীর কথা শুনে হাততালিতে ভরিয়ে দিয়েছিলেন সকলে। এর ঠিক কিছুদিনের মধ্যেই শিক্ষকের যৌন লালসার শিকার হল সে। কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল ৩৩ বছর বয়সি শিক্ষকের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গুজরাটের সাবরকান্ঠা জেলায়। ২৬ জানুয়ারি 'বেটি বাঁচাও, বেটি পড়াও' প্রকল্প নিয়ে বক্তৃতা দিয়েছিল দশম শ্রেণির ছাত্রী। ৭ ফেব্রুয়ারি তার জন্মদিনের ট্রিট দিতে হোটেলে নিয়ে যায় অভিযুক্ত শিক্ষক। সেই হোটেলেই কিশোরীকে ধর্ষণ করে সে। 

ঘটনার পরেই পরিবারকে জানায় কিশোরী। তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও এই ঘটনায় মনোবল হারায়নি নির্যাতিতা। ফেব্রুয়ারির শেষেই তার স্কুলে পরীক্ষা। তার জন্য আপাতত পড়াশোনাতেই মন কিশোরী। 

কিশোরী জানিয়েছে, ধর্ষণের পর শিক্ষক তাকে হুমকি দিয়েছিল। স্কুলের পরীক্ষায় পাশ করতে দেবে না এমন হুমকি দিয়েছিল। কিন্তু সে পুলিশ অফিসার হতে চায়। বিজ্ঞান ও অঙ্ক তার প্রিয় বিষয়। পড়াশোনা করে আপাতত পরীক্ষায় ভাল ফলাফল করার চেষ্টা করছে সে।