আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি এমন এক আশ্চর্যজনক ঘটনা যা কেও কল্পনা করতে পারেনি৷ জন্মদিনের অনুষ্ঠান মুহূর্তের মধ্যে পরিণত হল রোমহষর্ক একটি ঘটনায়। সূত্রে জানা গিয়েছে পুদুচেরিতে একটি রেস্টোবারে জন্মদিন সংক্রান্ত উদযাপন চলছিল। এমন চলতে চলতে অনুষ্ঠানটি  আচমকা এক প্রাণঘাতী সংঘর্ষে পরিণত হলো। সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে ঘটনাটি রবিবার ভোররাতে ঘটে। একটি ঘটনা ঘিরে কিছু শিক্ষার্থী ও রেস্টোবার কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ লেগে যায়। ঘটনার জেরে এক ছাত্র ছুরির আঘাতে নিহত হন।  অপর একজন গুরুতর আহত হন। ঘটনা ঘিরে রাজ্যজুড়ে হুলুস্থুল। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গিয়েছে, ভুক্তভোগী চেন্নাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তাঁর নাম শাজান। জানা গিয়েছে, তিনি তাঁর নিজের জন্মদিন উদযাপন করতে পুদুচেরির ওএমজি (OMG) রেস্টোবারে একটি পার্টির আয়োজন করেন। তাঁর সঙ্গে আরও প্রায় দশজন বন্ধু উপস্থিত ওই রেঁস্তোরায় উপস্থিত ছিলেন।

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের কোনও একটি সময় ছাত্রদের সঙ্গে রেস্টোবারের কর্মীদের মধ্যে তুমুল বচসা শুরু হয়৷ শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময়। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে বাউন্সাররা ঘটনায় হস্তক্ষেপ করে। এরপর গোটা ঘটনা সামাল দিতে ছাত্রদের রেস্টোবার থেকে বের করে দেয়। ঘটনার জেরে বাইরে ছাত্রদের সঙ্গে রেস্টোবারের কর্মীদের মধ্যে পুনরায় আরেক দফা সংঘর্ষ বাধে।

সংবাদমাধ্যম সূত্র মারফত খবর , এই সংঘর্ষের সময় রেস্টোর সার্ভিস ক্যাপ্টেনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ ওঠে। এই তীব্র বিবাদ চলাকালীন অভিযুক্ত ব্যক্তি রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে এসে দুই ছাত্রকে নির্মমভাবে ছুরি দিয়ে আঘাত করে। ঘটনার জেরে গুরুতর আহত দুই ছাত্রকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজন, ২৩ বছর বয়সী যুবক মসিক। খবর অনুযায়ী, চেন্নাইয়ের এসআরএম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই যুবক। শিবগঙ্গা জেলার বাসিন্দা ছিলেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। অপর ছাত্র বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আরও পড়ুনঃ 'ভারতবর্ষ কতটা নিরাপদ?' পরীক্ষার জন্য জার্মাণ ইনফ্লুয়েন্সারের অভিনব পদ্ধতি, সত্য জানলে ভিরমি খাবেন ...

ঘটনার পর পুলিশ রেস্টোবারের সার্ভিস ক্যাপ্টেনসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলে থাকা বিভিন্ন ডিজিটাল প্রমাণাদি সংগ্রহ করে তল্লাশি চালিয়ে যাচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, উপযুক্ত প্রমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ জারি রয়েছে।

অন্যদিকে, রবিবার অন্ধ্রপ্রদেশের নেল্লোর শহরের ইস্কন (ISKON) সেন্টারে অবস্থিত আরএনআর (RNR) ইন্টারমিডিয়েট কলেজে প্রথম বর্ষের এক ছাত্রীকে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। খবর অনুযায়ী ,মৃতার নাম হেমাশ্রী। তিনি তিরুপতি জেলার সত্যবেদু মণ্ডলের রসাপালায়ম গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, হেমাশ্রীর পরিবারের সদস্যরা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে হেমাশ্রীর মৃত্যুর অভিযোগ এনেছেন।

আরও পড়ুনঃ নামকরা রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন যুবক, খাবার আসতেই যা দেখলেন তাতে গা গুলিয়ে উঠল, ভিডিও ভাইরালে চাঞ্চল্য 

এই খবর ছড়িয়ে পড়লে, নিহত ছাত্রীর আত্মীয়স্বজন ও অন্যান্য অভিভাবকরা কলেজের সামনে তুমুল বিক্ষোভ শুরু করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। বর্তমানে পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে।

আরও পড়ুনঃ স্কুটার আরোহীদের দেহ উড়ে গিয়ে পড়ল কয়েক মিটার দূরে! ২০ বছরের তরুণের গতির বলি দুই যুবক...