আজকাল ওয়েবডেস্ক: কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা। দেশের অন্যতম শিল্পপতির মৃত্যুর বহু সংস্থা তাঁকে সম্মান জানিয়েছে বিভিন্ন ভাবে। তবে এবার অভিনব এক উদ্যোগ নিয়েছে তামিলনাড়ুর একটি বেকারি ঐশ্বর্য্যা’স বেকারিজ। জানা গিয়েছে, প্রতি বছরই বড়দিনে বিখ্যাত ব্যক্তিত্বদের ভাস্কর্য তৈরি করে থাকে এই সংস্থা। এই বছর তাঁদের ভাবনায় ফুটে উঠেছেন রতন টাটা এবং তাঁর প্রিয় পোষ্য টিটো। টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান চলতি বছরের ৯ অক্টোবর ৮৬ বছর বয়সে প্রয়াত হন।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Jist (@jist.news)