আজকাল ওয়েবডেস্ক: ৯ অক্টোবর, ৮৬ বছর বয়সে প্রয়াত হন দেশের অন্যতম সেরা শিল্পপতি রতন টাটা। টাটার প্রয়াণে শোকের ছায়া শিল্প-সহ সব মহলেই। তাঁর প্রয়াণের পর থেকে, বহুচর্চিত জীবন, যাপন, সাধারণের প্রতি তাঁর কাজ, দেশের জন্য গ্রহণ করা বড় পদক্ষেপগুলি। একই সঙ্গে আলোচিত হয়েছে প্রিয় সারমেয়দের প্রতি টাটার ভালবাসার কথা।
এবার রতন টাটাকে শ্রদ্ধা জানাতে বড় পদক্ষেপ তামিলনাড়ুর বেকারির। সেখানকার ঐশ্বর্য বেকারি। বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা জানিয়ে এই বেকারি বরাবর কিছু না কিছু তৈরি করে থাকে। এবার শ্রদ্ধাজ্ঞাপন করেছে রতন টাটাকে। এবার বেকারির থিম ছিল রতন টাটা এবং তাঁর প্রিয় সারমেয়।
কী করল ওই বেকারি? ৭ ফুটের আইস-কেক বানিয়েছে ওই বেকারি। সেখানে রতন টাটা পরে রয়েছেন নীল রঙের একটি শার্ট। প্রিয় কুকুর টিটোর সঙ্গে খেলছেন তিনি, সেরকম এক মুহূর্তের কেক বানানো হয়েছে। কেকটি বানাতে ৬০কেজি চিনি, ২৫০টি ডিম ব্যবহার করা হয়েছে। সমাজমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে ওই ভিডিও। বিপুল প্রশস্তি পেয়েছেন কারিগররা। তবে কেউ কেউ সমালোচনাও করেছেন।
