আজকাল ওয়েবডেস্ক : সারোগেসির মাধ্যমে মা হলেও সম্পূর্ণ মাতৃত্বকালীন ছুটি পাওয়া যাবে। একটি মামলার শুনানিতে এমনটাই জানাল ওড়িশা হাই কোর্ট। এই ছুটি নিশ্চিত করতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে।
ওড়িশা সরকারের অর্থ দপ্তরে কর্মরত এক মহিলা ২০২০ সালে সরকারের বিরুদ্ধে হাই কোর্টে মামলা করেছিলেন। তিনি জানান, সারোগেসির মাধ্যমে তিনি মা হয়েছেন। কিন্তু তাঁকে তাঁর প্রাপ্য মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়নি। যেহেতু তিনি নিজের গর্ভে সন্তানকে ধারণ করেননি, তাই তাঁকে ছুটি দেওয়া হয়নি বলে অভিযোগ। সরকারের কাছে ছুটি না পেয়ে মহিলা হাই কোর্টে যান। দু’বছর ধরে মামলাটি চলে। অবশেষে সম্প্রতি রায় ঘোষণা করেছে উচ্চ আদালত।
ওড়িশা হাই কোর্টের বিচারপতি এসকে পাণিগ্রাহী জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় গর্ভে সন্তানধারণ করে যাঁরা মা হন, যাঁরা সন্তান দত্তক নেন, তাঁদের মতোই সুযোগসুবিধার অধিকারী সারোগেসির মাধ্যমে মা হওয়া মহিলারা। কারণ, সন্তানকে লালন করা, জন্মের পর তাকে সময় দেওয়া প্রত্যেক মায়ের কর্তব্য। আইনে দত্তক সন্তানের কথা বলা থাকলেও সারোগেসির ক্ষেত্রে কী করণীয়, তার উল্লেখ নেই। সংশ্লিষ্ট বিধানে এই দিকটিও অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত, যাতে আগামী দিনে এ নিয়ে আর কোনও সমস্যা না হয়।
ওড়িশা সরকারের অর্থ দপ্তরে কর্মরত এক মহিলা ২০২০ সালে সরকারের বিরুদ্ধে হাই কোর্টে মামলা করেছিলেন। তিনি জানান, সারোগেসির মাধ্যমে তিনি মা হয়েছেন। কিন্তু তাঁকে তাঁর প্রাপ্য মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়নি। যেহেতু তিনি নিজের গর্ভে সন্তানকে ধারণ করেননি, তাই তাঁকে ছুটি দেওয়া হয়নি বলে অভিযোগ। সরকারের কাছে ছুটি না পেয়ে মহিলা হাই কোর্টে যান। দু’বছর ধরে মামলাটি চলে। অবশেষে সম্প্রতি রায় ঘোষণা করেছে উচ্চ আদালত।
ওড়িশা হাই কোর্টের বিচারপতি এসকে পাণিগ্রাহী জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় গর্ভে সন্তানধারণ করে যাঁরা মা হন, যাঁরা সন্তান দত্তক নেন, তাঁদের মতোই সুযোগসুবিধার অধিকারী সারোগেসির মাধ্যমে মা হওয়া মহিলারা। কারণ, সন্তানকে লালন করা, জন্মের পর তাকে সময় দেওয়া প্রত্যেক মায়ের কর্তব্য। আইনে দত্তক সন্তানের কথা বলা থাকলেও সারোগেসির ক্ষেত্রে কী করণীয়, তার উল্লেখ নেই। সংশ্লিষ্ট বিধানে এই দিকটিও অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত, যাতে আগামী দিনে এ নিয়ে আর কোনও সমস্যা না হয়।
