আজকাল ওয়েবডেস্ক: দুইটি শহরে প্রশ্নপত্র ফাঁস হলেও পরীক্ষা ব্যবস্থায় পদ্ধতিগত ত্রুটির প্রমাণ মেলেনি। তাই রি-টেস্টের দরকার নেই। মঙ্গলবার ২০২৪ নিট-ইউজি পরীক্ষা বাতিল করল না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ পুনরায় নিট পরীক্ষার আবেদন খারিজ করে দিয়েছে।

চলতি বছর ৫ মে হওয়া ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস, গ্রেস মার্কস নিয়ে একাধিক অভিযোগ ওঠে। গ্রেস মার্কস দেওয়ার বিষয়টি স্বীকার করে নেয় এনটিএ। যদিও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে সিবিআই এখনও তদন্ত চালাচ্ছে। প্রধান বিচারপতি বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ একেবারে অস্বীকার করা যাবে না। ঝাড়খণ্ডের হাজারিবাগ এবং বিহারের পাটনার অন্ততপক্ষে দুইটি পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল।

পরীক্ষা বাতিল না করার ঘোষণার আগে প্রধান বিচারপতি জানান, এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যা থেকে স্পষ্ট জানা যাচ্ছে পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে৷ প্রায় ২৩.৩৩ লক্ষ পরীক্ষার্থী নিট পরীক্ষায় বসেছিলেন। কয়েকশো কিলোমিটার অতিক্রম করে তাঁরা নিট পরীক্ষায় বসেছিলেন। দুটি কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গোটা পরীক্ষা বাতিল করলে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।