বিহারের কুরসিতে ফের নীতীশ কুমার। দশমবারের জন্য। ২৫ বছরে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার।
2
9
বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথ নেন নীতীশ। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মহম্মদ খান।
3
9
দশমবারের জন্য এই পদে বসলেও, মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশের প্রথম কার্যকাল খুব একটা স্থিতিশীল ছিল না।
4
9
২০০০ সালে, ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচনের পর, এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয় বিহারের রাজনীতিতে।
5
9
লালু প্রসাদ যাদবের নেতৃত্বে আরজেডি ৩২৪ সদস্যের বিধানসভায় ১২৪টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে সামনে আসে, যেখানে বিজেপি-সমতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ ১২২টি আসন জিতেছিল, উভয়ই ১৬৩ আসনের সংখ্যাগরিষ্ঠতার চেয়ে কম ছিল।
6
9
সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও, রাজ্যপাল বিনোদ চন্দ্র পান্ডে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিহারে এনডিএ-র নতুন মুখ নীতিশ কুমারকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান।
7
9
এনডিএ এবং জোট শরিকদের ১৫১ জন বিধায়কের সমর্থনে, তিনি ৩ মার্চ, ২০০০ তারিখে শপথ গ্রহণ করেন। লালকৃষ্ণ আডবাণী এবং জর্জ ফার্নান্দেজ সহ এনডিএ-র সিনিয়র নেতারা সেই সময় সদর্থক ভূমিকা পালন করেন।
8
9
সেই সময়, আরজেডি, সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলেও সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এনডিএ-র চেয়ে শক্তিশালী, রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করে।
9
9
সেই সময় বিহারের রাজনীতিতে, এক সপ্তাহব্যাপী তীব্র উত্তেজনা দেখা দেয়।