বিশ্বের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র তারকা হিসেবে শাহরুখ খানের নাম বরাবরই সম্মানের সঙ্গে উচ্চারিত হয়।  তিন দশকের কেরিয়ারে স্বমহিমায় নামের পাশে  ‘কিং’ তকমা জুড়ে নিয়েছেন তিনি। দিয়েছেন একের পর এক হিট ছবি। তাঁর সাফল্যের আলো মানেনি ভূগোলের সীমারেখা। গোটা পৃথিবীর সিনেমাপ্রেমীর মনেই যেন তাঁর রাজত্ব। তবে সেই আলোও নাকি একদিন ম্লান হয়ে যেতে পারে। অন্তত তেমনটাই মনে করেন বিবেক ওবেরয়। তাঁর মতে, খ্যাতির প্রকৃতি খুবই অনিশ্চিত—এবং ভবিষ্যৎ প্রজন্ম হয়তো শাহরুখ খান নামটাও চিনবে না। এক আলাপচারিতায় তিনি এই মন্তব্য করেন।

বিবেক বলেন, “ছয়ের দশকের কোনও অভিনেতা বা কোনও সিনেমা সম্পর্কে আজ কেউ জানতে চায়? কেউ খোঁজও রাখে না। শেষ পর্যন্ত সবাই ইতিহাসের পাতায় মিলিয়ে যায়। ২০৫০ সালে মানুষ হয়তো বলবে, ‘শাহরুখ খান কে?’”

চলতি মাসের শুরুতে ৬০ বছরে পা দিলেন শাহরুখ খান। মুম্বইয়ে বিশেষ এক অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে জন্মদিন উদযাপন করেন তিনি। এই বছরের সেপ্টেম্বরেই আটলির ‘জওয়ান’ ছবিতে অভিনয়ের জন্য তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান অর্জন করেন। শিঘ্রই তাঁকে ‘কিং’ ছবিতে দেখা যাবে।

একই আলোচনায় বিবেক আরও বলেন, “আজকের দিনে কেউ কেউ প্রশ্ন করতে পারে—‘রাজ কাপুর কে?’ আপনার-আমার কাছে তিনি সিনেমার ঈশ্বর, কিন্তু আজকের কোনও তরুণ, যে রণবীর কাপুরের ভক্ত, হয়তো জানেই না রাজ কাপুর কে ছিলেন। শেষ পর্যন্ত ইতিহাস আমাদের সবাইকেই বিস্মৃতির অতলে ঠেলে দেয়।”

কাজের দিক থেকে বিবেক ওবেরয় বর্তমানে অপেক্ষায় আছেন ‘মস্তি ৪’–এর মুক্তির। এছাড়া তার হাতে রয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন ছবি ‘স্পিরিট’, যেখানে অভিনয় করেছেন প্রভাস, তৃপ্তি দিমরি ও প্রকাশ রাজ। কয়েক সপ্তাহ আগে প্রভাসের জন্মদিনে ছবিটির অডিও টিজার প্রকাশিত হয়েছে।

নীতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এও রাবণের ভাই বিভীষণ চরিত্রে অভিনয় করছেন বিবেক। তবে অভিনয় নয়, বিবেকের একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নজর কেড়েছে। তিনি এই ছবির পুরো পারিশ্রমিক দান করছেন ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য। 

এক সাক্ষাৎকারে বিবেক বলেন, “আমি নমিতকে (প্রযোজক নমিত মালহোত্রা) জানিয়েছি, আমি এই ছবির জন্য এক টাকাও নেব না। আমি চাই এই অর্থ ক্যানসারে ভুগছে এমন শিশুদের চিকিৎসায় ব্যয় হোক। আমি এই প্রোজেক্টকে ভালবাসি এবং বিশ্বাস করি এটি ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “রামায়ণ শুধুই পৌরাণিক নয়, এটি আমাদের ইতিহাস। পুরো টিম—নমিত, নীতেশ, ইয়াশ, রাকুল—সবাই মিলে অসাধারণভাবে কাজ করছি। আমার এখনও কয়েক দিনের শুটিং বাকি।”