ইন্দোরের পুত্রবধূ হওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর কয়েকঘন্টার মধ্যে মিউজিক কম্পোজার পলাশ মুচ্চলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন স্মৃতি মন্ধানা।
2
7
বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আলোকিত বর এবং কোনের বাড়ি। আলোর রোশনাইয়ে ঝলমল করছে পলাশের বাড়ি।
3
7
জোরকদমে চলছে প্রস্তুতি। বিয়ের সমস্ত অনুষ্ঠান মহারাষ্ট্রের সাংলিতে হবে। যেখানে স্মৃতি বড় হয়েছে। বিয়ের প্রস্তুতির একটি ভিডিও পোস্ট করা হয়েছে। চারিদিকে আলোয় সেজে উঠেছে। আলোর পাশাপাশি রাস্তা ফুলের মালা দিয়েও সাজানো হয়েছে।
4
7
সতীর্থের বিয়েতে যোগ দিতে তৈরি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের মেয়েরা। বিশেষ অনুষ্ঠানে সকলের সঙ্গে মিলিত হওয়ার জন্য তর সইছে না হরমনপ্রীত কৌরের।
5
7
বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন মেয়েদের ক্রিকেটের রানি। অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজিত স্মৃতির সতীর্থরা। আবেগ এবং উত্তেজনা ধরে রাখতে পারছেন না হরমনপ্রীত।
6
7
হরমনপ্রীত বলেন, 'আমরা একে অপরের সঙ্গ প্রচণ্ড উপভোগ করি। তাই সবসময় মনে হয়, আবার কবে আমাদের দেখা হবে। কারণ একসঙ্গে আমরা ভীষণ উপভোগ করি। নতুন সফরের অপেক্ষায় থাকি। যাতে আবার আমরা একসঙ্গে হই। সামনেই স্মৃতির বিয়ে। আশা করছি, আবার সবার দেখা হবে। আমরা খুব মজা করব।
7
7
২০ নভেম্বর স্মৃতির বিয়ে। রিপোর্ট অনুযায়ী, স্মৃতির মেহেন্দি সেরেমনি হয়ে গিয়েছে। বেশ কয়েক বছর ধরে পলাশের সঙ্গে ডেট করছিলেন মহিলা ক্রিকেট তারকা। এবার নিজের 'বিগ ডে' র জন্য তৈরি।