সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব এবং বলিউডের তারকা মহলে সুপরিচিত মুখ ওরি এবার বড়সড় বিপাকে। সম্প্রতি এক বড় আইনি জটিলতার মধ্যে থেকেও মুম্বই-এ আয়োজিত বিখ্যাত র্যাপার ট্র্যাভিস স্কটের কনসার্টে সম্পূর্ণ চাপমুক্ত মেজাজে উপভোগ করতে দেখা গিয়েছে। গত ১৯ নভেম্বর মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে এই জমজমাট কনসার্ট অনুষ্ঠিত হয়।
2
6
ওরির কনসার্টে এই উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তিনি বর্তমানে মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেলের পক্ষ থেকে একটি বড়সড় মাদক মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তলব পেয়েছেন। জানা গিয়েছে, এটি ২৫২ কোটি টাকার একটি হাই-প্রোফাইল মাদক মামলা।
পুলিশি রিপোর্ট অনুযায়ী, ওরিকে আগামী বৃহস্পতিবার সকাল ১০:০০-এ এএনসি-র ঘাটকোপার ইউনিটে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
3
6
এই মামলার বিষয়ে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। এএনসি-র একজন আধিকারিক এই খবরটি নিশ্চিত করে জানিয়েছেন যে, ওরির সঙ্গে কথা বলার পরই তাঁরা এই মামলায় নাম আসা অন্যান্য তারকা এবং রাজনৈতিক নেতাদের জিজ্ঞাসাবাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
4
6
গুরুত্বপূর্ণ পুলিশি তলব থাকা সত্ত্বেও, কনসার্টে ওরিকে অত্যন্ত ফুরফুরে মেজাজে দেখা যায়। তিনি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গান গাইতে, নাচতে এবং নিজের ভিডিও তুলতে ব্যস্ত ছিলেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপগুলিতে তাঁকে ট্র্যাভিস স্কটের গানের সঙ্গে গলা মেলাতে দেখা যায়। তাঁর এই উচ্ছ্বসিত মনোভাব নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে।
5
6
উল্লেখ্য, আইনি জটিলতায় এটি ওরির প্রথমবার নাম জড়ানো নয়। এর আগেও গত বছর মার্চ মাসে কাটরা পুলিশ একটি এফআইআর দায়ের করেছিল, যেখানে একটি হোটেলে মদ্যপান করার অভিযোগে তাঁকে অভিযুক্ত করা হয়েছিল।
6
6
প্রসঙ্গত, ফ্যাশন, বিশ্বজুড়ে ভ্রমণ এবং হাই-প্রোফাইল পার্টিতে নিয়মিত উপস্থিতিই ওরির পরিচিতি। জাহ্নবী কাপুর, সুহানা খান, সারা আলি খান, নাইসা দেবগণ-সহ বলিউডের বহু জনপ্রিয় তারকার সঙ্গে তাঁর ছবি প্রায়শই দেখা যায়। তবে, পুলিশের তলব প্রসঙ্গে তিনি এখনও পর্যন্ত জনসমক্ষে কোনও মন্তব্য করেননি।