আজকাল ওয়েবডেস্ক: আশারাম বাপুর জামিন। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ধর্ষণকান্ডে অভিযুক্তকে অন্তর্বর্তীকালীন জামিনে পাঠানো হল। তবে সতর্ক করা হল কারও সঙ্গে দেখা করা যাবে না এই জামিন চলাকালীন। সাক্ষাৎ করা যাবে না কোনও অনুরাগীর সঙ্গে।

 

 

আশারাম বাপু নিজে একজন স্বঘোষিত ধর্মগুরু। তাঁর নামে অভিযোগ ওঠে ধর্ষণের। এছাড়াও টাকা তছরূপ করার অভিযোগও উঠেছিল। দীর্ঘদিন কারাবাসে ছিলেন তিনি। তাঁর আইনজীবী আদালতে জানান, আশারাম বাপু শারীরিকভাবে অসুস্থ। সেই কথা শুনে তাঁকে মার্চের ৩১ তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে আদালতের দেওয়া বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। ২০১৩ সালের ৩১ আগস্ট যোধপুর পুলিশ গ্রেপ্তার করে আশারাম বাপুকে। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই নাবালিকা অভিযোগ জানায়, মানাই গ্রামে ধর্মগুরুর আশ্রমে তাঁকে নিগৃহ করা হয়েছে। জানা গিয়েছে, ওই নাবালিকার বাড়ি উত্তরপ্রদেশের শাহজাহানপুর গ্রামে।

 

 

ভক্তদের কাছে আশারাম বাপু বলে পরিচিত হলেও এই ধর্মগুরুর আসল নাম আসুমাল শ্রীরুমানালি হারপালানি। এর আগে তিনি ১৭ দিনের প্যারোলে মুক্ত ছিলেন। সেই প্যারোল কাটিয়ে ফিরে আসার পর কেটেছে মাত্র ছ’দিন। তার মধ্যেই সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ জারি করা হল। অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হল ধর্মগুরুকে।

 

 

২০১৩ সালে যোধপুরের একটি আদালত আশারাম বাপুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদন্ড দেয়। এই মামলায় তিনি একা নন, পরবর্তীতে তাঁর অন্য দুই সহযোগীকেও ২০ বছরের কারাদন্ড দেওয়া হয়।