আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকের মান্ড্যা জেলার একটি সরকারি স্কুলে মিড-ডে মিলে ডিম রান্না করা হয়েছিল। যা নিয়ে পড়ুয়াদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আমিষ রান্নার জেরে ওই স্কুলের আশি জন শিক্ষার্থী স্কুল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে।

শিক্ষা বিভাগের তরফে স্কুলে ডিম পরিবেশনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে গ্রামবাসীরা। তাঁদের দাবি, এই প্রথা দীর্ঘদিনের ধর্মীয় রীতিনীতি লঙ্ঘন করে। বীরভদ্রেশ্বর স্বামী মন্দিরের পাশে অবস্থিত স্কুলটি হওয়ায়, গ্রামবাসীদের যুক্তি- মন্দির প্রাঙ্গণের কাছে মাংস বা ডিম নিষিদ্ধ। ফলে মন্দিরের আশেপাশে ডিম রান্না করা তাঁদের ঐতিহ্যের পরিপন্থী।

স্কুলের ১২০ জন শিক্ষার্থীর মধ্যে ৮০ জন এখন ডিম গ্রহণ থেকে বিরত রয়েছে। অভিভাবকরা স্কুল কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন যে- যদি ক্যাম্পাসে ডিম রান্না করা অব্যাহত থাকে, তাহলে তাঁরা তাঁদের সন্তানদের ফিরিয়ে নেবে। অনেকেই ইতিমধ্যেই ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) চেয়েছেন।

ওই সরকারি স্কুলের একজন অভিভাবক বলেন, “আমরা আমাদের বাচ্চাদের জন্য ট্রান্সফার সার্টিফিকেট চেয়েছি, কারণ স্কুল প্রাঙ্গণে ডিম রান্না করা হচ্ছে, যা আমাদের ধর্মীয় বিশ্বাসে বড় আঘাত।" একজন অভিভাবক বলেন, "আমরা স্কুলকে কলা সরবরাহ করার জন্য অনুরোধ করেছিলাম।"

আরও পড়ুন-  খাবারের ভেতর পোকা কিলবিল করছে! বেঙ্গালুরু বিমানবন্দরে যা ঘটল তাতে চক্ষু চড়ক গাছ সবার

অভিভাবকরা আরও বলেছেন যে, তাঁরা ডিম বিতরণের বিরোধিতা করছেন না বরং শুধুমাত্র স্কুলে রান্নার পদ্ধতির বিরোধিতা করছেন। তাঁদের দাবি, বছরের পর বছর ধরে ধর্মীয় কারণেডিম খায়নি এমন শিক্ষার্থীদের কলা বা চিক্কি দেওয়া হত এবং ডিমগুলো স্কুল কর্মীদের হাতে তুলে দেওয়া হত যাতে তাঁরা বাড়ি নিয়ে যায়।

একজন অভিভাবক বলেছেন যে, "কিন্তু হঠাৎ করে, আমাদের না জানিয়েই, স্কুল প্রাঙ্গণে ডিম রান্না শুরু করা হয়েছে।" 

স্কুলের অধ্যক্ষ অভিভাবকদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়ে বলেছেন, স্কুল কেবল সরকারি নীতি অনুসরণ করছে। অধ্যক্ষের কতায়, "যদি একজনও শিক্ষার্থী ডিমের অনুরোধ করে, তাহলে আমাদের তা সরবরাহ করতে হবে। ডিম এবং কলার চেয়ে আপনার সন্তানদের শিক্ষাকে অগ্রাধিকার দিন।"

মাঝপথে আটকে পড়ায়, শিক্ষা বিভাগ এখন মধ্যস্থতা করার চেষ্টা করছে। মান্ড্যা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চেলুভারায়া স্বামী বলেন, "আমরা শিক্ষা বিভাগ, স্কুল প্রধান এবং অভিভাবকদের সঙ্গে নিয়ে বৈঠক ডেকেছি। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব এবং সমাধান করব।"