আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকে সম্প্রতি ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জোমাটো ডেলিভারি যুবকের বাইকের সঙ্গে বেপরোয়া হায়াবুসা মোটরবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মাইসুরুর নেলসন ম্যান্ডেলা রোডের কাছে এই দু্র্ঘটনা ঘটে৷ পুলিশ জানিয়েছে৷ সোমবার ভোররাতে এটি ঘটে৷ দু্র্ঘটনার দৃশ্য সিসিটিভিতে ধারণ করা গিয়েছে৷ 

পুলিশ সূত্রে খবর, নিহতদের শনাক্ত করা গিয়েছে।চামরাজনগরের কে.পি. মহল্লার বাসিন্দা সৈয়দ শায়েরান। বয়স আনুমানিক ৩০ বছর। অন্যজন ৪২ বছর বয়সী বোগাদির জোমাটো ডেলিভারি এক্সিকিউটিভ এম.এস কার্তিক। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সৈয়দ দ্রুত গতিতে সুজুকি হায়াবুসা চালাচ্ছিলেন। ঠিক সেই সময় রাস্তার ধারে চলমান কার্তিকের বাইকটি ধাক্কা মারে। কার্তিক নিত্যদিনের মত খাবার দিতে যাচ্ছিলেন। সেই সময় ভয়াবহ সংঘর্ষ হয়। ধাক্কার সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থেকে ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সংঘর্ষের পর হায়াবুসাটিও কয়েক মিটার পর্যন্ত চলতে থাকে। এরপর পিছলে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। জ্বালানি লিকেজ থেকে আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সৈয়দকে গুরুতর আহত অবস্থায় কে.আর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাঁকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুটি মৃতদেহই ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছে, দুর্ঘটনার আগে সৈয়দ খুব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। কিছু প্রত্যক্ষদর্শী আরও দাবি করেন ঘটনার আগে তিনি মোবাইলে ভিডিও করছিলেন, স্টান্ট করছিলেন। যদিও দাবিগুলি এখনও যাচাই করা হয়নি। তদন্তের অংশ হিসাবে কাছাকাছি ক্যামেরার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশ একটি মামলা দায়ের করেছে। আরও তদন্ত চলছে।