আজকাল ওয়েবডেস্ক: গত বছরের শেষ কয়েকমাসে, বাংলায় কথা বলার অপরাধে ভিন রাজ্যে হেনস্থার শিকার হয়েছেন বাংলার মানুষজন। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলায়, বাংলাদেশি সন্দেহে হেনস্থার শিকার তাঁরা। তা নিয়ে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল লাগাতার। এবার উত্তরপ্রদেশের ঘটনায় ফের হইচই। যদিও গোটা ঘটনার কেন্দ্রে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।

কী দেখা গিয়েছে ভিডিওতে? কেনই বা হইচই?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, কয়েকজন পুলিশ, সাধারণ মানুষকে বস্তি এলাকায় গিয়ে জিজ্ঞাসা  করছেন, তাঁরা বাংলাদেশি কি না। তারপরেই পিঠে একটি যন্ত্র ঠেকিয়ে, বলছেন, 'মেশিন তো বলছে বাংলাদেশি।' যদিও তাঁদের বলতে শোনা গিয়েছে, তাঁরা বিহারের বাসিন্দা, কিন্তু পুলিশের দাবি, 'মেশিন বলছে বাংলাদেশি।' এক পুলিশ আধিকারিকদের বলতে শোনা গিয়েছে, তাঁদের কাছে এমন যন্ত্র আছে, তা দিয়ে পিঠে স্ক্যান করলেই নাকি বোঝা যাচ্ছে, কেউ বাংলাদেশি কি না। সতর্ক করে, সাধারণ মানুষকে মিথ্যে না বলার পরামর্শও দিতে শোনা গিয়েছে। এই ভিডিওর সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি। তবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা ভিডিওটিকে ঘিরেই। 

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত যদিও পুলিশের তরফ থেকে বিবৃতি পাওয়া যায়নি। তবে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, পুলিশ তদন্তের নির্দেশ দিয়েছে। যোগী রাজ্যের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, যেমন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, তেমনই অনেকেই আবার প্রযুক্তি নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। নেটপাড়ায় তো পুলিশের বক্তব্য শুনে রীতিমতো হাসির রোল। 

এই প্রসঙ্গে উল্লেখ্য, বাংলায় কথা বলার অপরাধে, বাংলাদেশি সন্দেহে ভিন রাজ্যে  বারেবারে আক্রান্ত হয়েছেন বাংলার মানুষ। তার সাম্প্রতিক উদাহরণ ওড়িশায় ঘটে যাওয়া অমানবিক অত্যাচার। বাংলা ভাষাভাষী পরিযায়ী  শ্রমিকদের উপর ওড়িশায়  অমানবিক অত্যাচার থামার  কোনও লক্ষণ নেই। দিন কয়েক আগেই, প্রাণ বাঁচাতে এবার জঙ্গলে আশ্রয় নিতে হয় মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে। ঘটনাটি ঘটে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের কাছে চন্দ্রশেখরপুর থানা এলাকায়। বুধবার সম্বলপুরে সোহেল রানা নামে এক যুবককে পিটিয়ে খুন করার পর ওড়িশার ঝারসুগুদা জেলায় আক্রান্ত হন মুর্শিদাবাদের বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক। সেই ঘটনার রেশ কাটার আগে ফের চন্দ্রশেখরপুর থানা এলাকায় আক্রান্ত হলেন মুর্শিদাবাদের ভগবানগোলা থানা  এলাকার এক পরিযায়ী শ্রমিক। 

 

দেশের বিভিন্ন প্রান্তে মূলত বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে হামলার ঘটনার প্রতিকার চেয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী । মঙ্গলবার নয়া দিল্লিতে নরেন্দ্র মোদির বাসভবনে  গিয়ে  তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এবং চিঠি লিখে পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর বারবার হওয়া হামলা এবং বৈষম্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।