আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর একটি পাঁচতারা হোটেলে এক ২৬ বছর বয়সি যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, যুবতী বিমান সেবিকা (কেবিন ক্রু) ছিলেন। এই ঘটনায় এক বেসরকারি বিমান সংস্থার ৬০ বছর বয়সি বৃদ্ধ পাইলটকে অভিযুক্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে এই ঘটনা ঘটে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পাইলটের নাম রোহিত সরণ। ঘটনাটি ঘটে গত মাসের ১৮ নভেম্বর। হায়দরাবাদের বেগমপেট এবং অন্ধ্রপ্রদেশের পুট্টাপর্থি থেকে একটি চার্টার্ড বিমানে রোহিত তাঁর সহকর্মী এবং ওই বিমান সেবিকাকে নিয়ে বেঙ্গালুরুতে এসেছিলেন।
পরের দিন, অর্থাৎ ১৯ নভেম্বর, তাঁদের পুট্টাপর্থি ফিরে যাওয়ার কথা ছিল। সেই কারণে রাতে তাঁরা হোটেলে বিশ্রাম নিতে উঠেছিলেন। পুলিশকে দেওয়া অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন, রোহিত প্রথমে তাঁকে ধূমপানের অছিলায় নিজের ঘরের কাছাকাছি ডেকে নিয়ে যান। এর পর জোর করে তাঁকে ঘরের ভেতরে ঢুকিয়ে ধর্ষণ করেন।
এরপর ২০ নভেম্বর নির্যাতিতা যুবতী বেগমপেটে ফিরে যান। ফিরে গিয়েই তিনি প্রথমে বিমান সংস্থার কর্তৃপক্ষের কাছে বিস্তারিত জানিয়ে অভিযোগ করেন। এর পর বেগমপেট থানায় তিনি প্রাথমিক অভিযোগ দায়ের করেন।
পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত পাইলটের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংবিধান -এর ৬৩ নম্বর ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। জেরা করা হয়েছে অভিযুক্তকে। বিষয়টি নিয়ে পরবর্তী তদন্তের জন্য বেঙ্গালুরু শহরের হালাসুরু পুলিশ স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তদন্ত জারি রয়েছে।
