আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে সম্প্রতি ভয়াবহ ঘটনা ঘটেছে। রাজ্যের গুনা শহরে এই ঘটনাটি ঘটেছে। খবর অনুযায়ী, এহেন মর্মান্তিক ঘটনায় ২২ বছর বয়সী এক ভাই তাঁর বোনকে হেনস্থার অভিযোগে এক অভিযুক্তকে হত্যা করেছেন। জানা গিয়েছে, বোনের জন্মদিনের কেক কাটতে যেই ছুরি ব্যবহার করা হয়েছিল তা দিয়েই তিনি অভিযুক্তকে খুন করেন বলে জানা গিয়েছে। এই ঘটনা ঘিরে গোটা দেশ হুলুস্থুল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিষেক টিঙ্গা ভাইয়ের নাম৷ সম্প্রতি এক অভিযুক্ত ব্যক্তি তাঁর বোনের দিকে 'অসম্মানজনক' অঙ্গভঙ্গি করেন। এবং সেই কারণে তিনি তাঁকে হত্যা করেন৷ খবর অনুযায়ী অভিষেক বহুদিন ধরেই অভিযুক্তকে হত্যার পরিকল্পনা করেছিলেন।
প্রতিবেদন অনুসারে, অভিষেকের বোনকে অনিল টিঙ্গা নামের এক অভিযুক্ত প্রায়শই শারিরীক ভাবে হেনস্থা করত। এমনকী তাঁকে বিয়ে করার জন্য বিরক্ত করত। একটা পর্যায় পর অভিষেকের বোন তা সহ্য করতে না পেরে ভাইয়ের কাছে অভিযোগ করেন, এবং অনিলের হয়রানির কথা জানান।
পুরো ঘটনা শুনে অভিষেক অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েন। মূলত তারপর থেকেই টিঙ্গা অনিলকে হত্যার পরিকল্পনা শুরু করেন। খবর মারফত জানা গিয়েছে অভিষেক অনলাইনে পাঁচটি ছুরি অর্ডার করেন এবং পাশাপাশি অনিলের গতিবিধি ট্র্যাক করতে শুরু করেন।
ঘটনার জেরে পুলিশ সুপার অঙ্কিত সোনি জানিয়েছেন যে, শুক্রবার অনিলকে মদ্যপান করানোর সময় প্রথমে তাঁকে ছুরি দিয়ে আঘাত করা হয়। তাতেই অনিল ঘটনাস্থলে নিহত হয়। শুধু তাই নয়। এরপর ওই একই ছুরি দিয়ে তাঁর বোনের জন্মদিনের কেক কেটে উদযাপন করা হয়েছিল।
প্রসঙ্গত, আরেকটি মর্মান্তিক ঘটনা দিল্লিতে ঘটেছে। এটি বাওয়ানা এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে ঘটেছে বলে খবর পাওয়া গিয়েছে৷ সংঘর্ষের জেরে, ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে খবর। একইসঙ্গে আরও দুজন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।
'টহল দেওয়ার সময়, একটি দল হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। সেখানে দেখা যায় তিনজন ছুরিকাঘাতে আহত হয়েছেন,' একজন পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমে জানিয়েছেন।
আরও পড়ুন: বাসন না মেজে তাতে প্রস্রাব করছেন পরিচারিকা! ধরা পড়তেই হুলুস্থুল
এহেন ভয়াবহ ঘটনার জেরে, তিনজনকে গুরুতর আহত অবস্থায় দ্রুত নিকটবর্তী মহর্ষি বাল্মীকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের মধ্যে একজন নিয়াজকে মৃত ঘোষণা করা হয়। তিনি আরও বলেন, অন্য দুজন, তোসিন (২০) এবং নিহাল (৩৪) কে চিকিৎসার জন্য লোক নায়ক জয় প্রকাশ (এলএনজেপি) হাসপাতালে রেফার করা হয়েছে।
এহেন ছুরিকাঘাতের ঘটনায় ইতিমধ্যেই নরেলা শিল্প এলাকায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে বলেই জানিয়েছে৷ আরও অন্যান্য দিক পর্যবেক্ষণ করা হচ্ছে৷ দ্রুত ঘটনার জেরে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরেই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা মধ্যপ্রদেশে। ভ্যানের উপর উল্টে পড়ল সিমেন্টবোঝাই ট্রাক। তাতেই চাপা পড়ে প্রাণ গেল গোটা পরিবারের সদস্যদের। দুর্ঘটনায় ন'জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছেন আরও একাধিক। দুর্ঘটনার তদন্ত চলছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গভীর রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায়। পুলিশ জানিয়েছে, রাত আড়াইটে নাগাদ মেঘনগর তালুকে একটি নির্মীয়মাণ রেল ব্রিজ পেরিয়ে যাচ্ছিল সিমেন্টবোঝাই ট্রাকটি। ওই সড়কেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের উপর সেটি উল্টে পড়ে। তাতেই চাপা পড়েন ভ্যানের সকল যাত্রীরা।
চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই পুলিশে খবর দেন। উদ্ধারকাজে সামিল হন স্থানীয় বাসিন্দারা। ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ন'জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দু'জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, মৃতেরা সকলেই এক পরিবারের সদস্য ছিলেন। মঙ্গলবার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সকলে মিলে। রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার তদন্ত জারি রয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
