আজকাল ওয়েবডেস্ক: এসআইআর মামলায় এবার দেশের শীর্ষ আদালতের বড় নির্দেশ নির্বাচন কমিশনকে। সূত্রের খবর, নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে 'লজিক্যাল ডিসক্রিপেন্সি'র তালিকা। স্বাভাবিকভাবেই শীর্ষ আদালতের এই নির্দেশ এসআইআর আবহে বিরাট নির্দেশ।
এর আগে, রাজ্যের শাসক দল, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি বারবার সরব হয়েছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে। এর আগে, ১৩ তারিখে নবান্ন সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সুর চড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বলেন, খবর আছে, আগে ৫৪ লক্ষ নাম বাদ দিয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি'র নামে আরও এক কোটি ৩৩ লক্ষ থেকে ৩৬ লক্ষ নামের তালিকা করেছে, যে তালিকা কোনও দলকে দেয়নি।
ওইদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে ৫৪লক্ষ নাম বাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, 'বলছে ইআরও নাকি বাদ দিয়েছে, কোনও ইআরও জানে না। ৫৪ লক্ষ নামের মধ্যে বেশিরভাগ সমস্ত বৈধ ভোটার। যাঁর নাম ডিলিট করা হয়েছে, তাঁদের কিন্তু ফর্ম সেভেন, এইট পূরণ করার অধিকার রয়েছে। কেউ জানতেই পারল না, ৫৪ লক্ষ কাদের নাম বাদ দেওয়া হল। কোন দলকে এই তালিকা দেওয়া হয়নি। বিজেপি পেতে পারে, ওরাই তো সব করছে। আমরা সেই খসড়া তালিকা আজ পর্যন্ত দেখতে পাইনি। ৫৪ লক্ষ নামের নথি কাউকে দেওয়া হয়নি।'
তবে এবার, নির্বাচন কমিশনকে এসআইআরে-এ তথ্যগত অসঙ্গতি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। এই কারণে যাঁদের শুনানিতে ডাকা হয়েছে, তাঁদের থেকে কোন কোন তথ্য নেওয়া হয়েছে, তাও প্রকাশ করার নির্দেশ, সূত্রের খবর তেমনটাই।
সূত্রের খবর, এদিন মামলায় প্রধানবিচারপতির বেঞ্চ জানিয়েছে, রাজ্যের গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে তথ্যগত অসঙ্গতির তালিকা টাঙাতে হবে কমিশনকে।
