আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বের চতুর্থ সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযানের পর ভারতীয় সেনার দক্ষতা গোটা বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে। আপনি কি জানেন ভারতে একটি সবচেয়ে বিপজ্জনক সামরিক ঘাঁটি রয়েছে। সেনা জওয়ানদের সেই ঘাঁটি রক্ষা করার জন্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
সিয়াচেন হিমবাহে অবস্থিত সিয়াচেন বেস পোস্টটিকে ভারতের সবচেয়ে বিপজ্জনক সামরিক ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২১ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। যার ফলে এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং সর্বোচ্চ সামরিক পোস্ট। এখানে উপস্থিত জওয়ানদের প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এত উচ্চতায় অবস্থিত হওয়ায় অক্সিজেনের অভাবেরও মুখোমুখি হতে হয় সেনা জওয়ানদের। এখানকার তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।
এছাড়াও, তাঁদের সবসময় ভারী তুষারপাতের মুখোমুখি হতে হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে ১২,০০০ ফুট উঁচুতে অবস্থিত পার্তাপুরে সিয়াচেন বেস ক্যাম্প হল ভারতীয় সেনাবাহিনীর XIV কোরের ১০২ ব্রিগেড (সিয়াচেন ব্রিগেড)-এর একটি বেস ক্যাম্প যা ভারতের লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের সিয়াচেন হিমবাহের বিতর্কিত অঞ্চলে কমপক্ষে ১০৮টি ফরোয়ার্ড মিলিটারি আউটপোস্ট এবং আর্টিলারি পর্যবেক্ষণ পোস্ট সহ ১১০ কিলোমিটার দীর্ঘ অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন (AGPL) রক্ষা করে।
উচ্চতার কারণে এখানকার আবহাওয়া অত্যন্ত ঠান্ডা। অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টের সমস্যা হয়। সিয়াচেনে ঘন ঘন তুষারঝড় হয়, যা সেনাদের জন্য বিপজ্জনক। এখানে নিরাপত্তা সংক্রান্ত হুমকি মোকাবিলায় জওয়ানদের খুব সতর্ক থাকতে হয়।
