আজকাল ওয়েবডেস্ক: 'ইউ হি চালা চাল রাহি...'। ঘরের ছেলে ঘরে ফিরছেন। এই গানখানি গুনগুন করতে করতে। নিজেই জানিয়েছেন সেকথা।  মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে এলেও, তারপরে এর আগে দেশে ফেরা হয়নি। একদিকে তাঁর ঘরে ফেরার অপেক্ষা, অন্যদিকে গোটা দেশের অপেক্ষা। সেই অপেক্ষার অবসান রবিবার। রবিবার দিল্লি বিমান বন্দরে পৌঁছন মহাকাশচারী হিসেবে দ্বিতীয় বেওং আইএসএস-এ পাড়ি দেওয়া প্রথম ভারতীয় শুভাংশু শুক্লা। 

'জাতীয় গর্বের মুহূর্ত'-এ শুভাংশুকে স্বাগত জানাতে দিল্লি বিমান বন্দরে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। শুভাংশুর সঙ্গে দেশে ফিরেছেন তাঁর স্ত্রী-সন্তান। দিল্লি বিমান বন্দরে এদিন তাঁদেরও সংবর্ধনা জানানো হয়।

আগে জল্পনা শুরু হয়েছে, দেশে ফিরে শুভাংশুর সাক্ষাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। রবিবার সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে খবর, শুভাংশুকে নিয়ে সংসদে বিশেষ আলোচনা হতে চলেছে। নিম্ন কক্ষের জারি করা নোটিস অনুযায়ী, লোকসভায় মহাকাশে ভারত এবং ইন্টারন্যাশন্যাল স্পেস স্টেশনে শুভাংশুর ঐতিহাসিক পদার্পণ নিয়ে বিশেষ আলোচনা হতে চলেছে। সূত্রের খবর, সংসদের নিম্ন কক্ষে 'আইএসএস-এ ভারতের প্রথম মহাকাশচারী-২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের মহাকাশ কর্মসূচির গুরুত্বপূর্ণ ভূমিকা' শীর্ষক আলোচনা হবে।

আরও পড়ুন: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির প্রমাণ মিলেছে জ্যোতির বিরুদ্ধে, ২৫০০ পাতার চার্জশিটে জানাল হরিয়ানা পুলিশ...

২৬ জুন ইতিহাস তৈরি করেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। অক্সিয়ম-৪ অভিযানের অংশ হিসাবে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৌঁছান শুভাংশু। তারপর গত কয়েকদিন ধরে মহাকাশ থেকে একাধিক বিষয়ে গবেষণা করেছেন তিনি। নির্দিষ্ট মিশন শেষে এরপর শুরু হয় ঘরে ফেরার প্রস্তুতি। ১৪ জুলাই ভারতীয় সময়ানুসারে ৪টে ৩৫ মিনিটে ড্রাগন স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়। এরপর প্রায় ২২ ঘণ্টার দীর্ঘ সফর শেষে পৃথিবীতে ফেরেন তাঁরা। 

মহাকাশ থেকে ফিরে দীর্ঘ সময় রিহ্যাবে কাটিয়েছেন শুভাংশু শুক্লা। জানা গিয়েছে, সোমবার, ১৮ আগস্ট নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সাক্ষেত্র সম্ভাবনা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে মহাকাশে তাঁর অভিজ্ঞতা শেয়ার করবেন শুভাংশু, যা ভারতের প্রথম মানব মহাকাশযান কর্মসূচিতে সহায়তা করতে পারে। ২৩ আগস্ট জাতীয় মহাকাশ দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।

?ref_src=twsrc%5Etfw">August 16, 2025

শুক্লা যে ১৭ আগস্ট দেশে ফিরবেন, সেই আভাস পাওয়া গিয়েছিল তিনি মহাকাশ থেকে ফেরার পরেই। শনিবার বিমানে বসে ছবিও পোস্ট করেছেন। লিখেছেন, "ভারতে ফেরার বিমানে বসে আমার মিশ্র অনুভূতি হচ্ছে। মিশনের জন্য বিগত এক বছর ধরে যারা আমার সঙ্গে ছিলেন, যারা আমার পরিবার, বন্ধু হয়ে উঠেছিলেন, তাদের ছেড়ে আসতে আমার কষ্ট হচ্ছে। আবার আমার বন্ধু, পরিবার ও দেশের সকলের সঙ্গে দেখা করতেও উৎসাহিত। এটাই হয়তো জীবন। গুডবাই বড় কঠিন, কিন্তু আমাদের জীবনে এগিয়ে যেতে হবে। এটাই জীবন।" 

বক্তব্যের শেষে শুভাংশু শুক্লা শাহরুখ খানের গানের দুই পঙক্তিও লেখেন, "মহাকাশযানের একমাত্র ধ্রুবক হল পরিবর্তন। আমি বিশ্বাস করি এটা জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। ইউ হি চালা চাল রাহি, জীবন গাড়ি হ্যায় সময় পাহিয়া।"

অ্যাক্সিওম-৪ মিশনের অধীনেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ১৮ দিন মহাকাশে কাটানোর পর তিনি গত মাসে ফিরে আসেন পৃথিবীতে। এরপর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য এত দিন  ছিলেন রিহ্যাবিলেশনে।
মহাকাশযানের প্রস্তুতির সময়, প্রধানমন্ত্রী মোদি শুভাংশু শুক্লাকে তাঁর প্রশিক্ষণের পুরো ক্রম নথিভুক্ত করতে এবং মহাকাশ স্টেশনে থাকার জন্য বলেছিলেন, যা ভারতের প্রথম মানব মহাকাশযান প্রোগ্রাম গগনযানের জন্য হ্যান্ডবুক হয়ে উঠবে।

এই উচ্চাভিলাষী কর্মসূচির লক্ষ্য হল ভারতীয় মাটি থেকে ভারতীয় রকেটে একজন ভারতীয় মহাকাশচারীকে উৎক্ষেপণ করা, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে, এবং এই কৃতিত্ব অর্জনকারী বিশ্বের চতুর্থ দেশ হয়ে উঠবে। প্রথম ছিল রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন), তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন। চীন ২০০৩ সালে এটা করেছিল, এবং এরপর থেকে অন্য কোনও দেশ তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে মহাকাশে মানুষ পাঠাতে সফল হয়নি।