আজকাল ওয়েবডেস্ক : রাজনীতির খেলায় সাময়িক বিরতি নিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশে ভোটের ময়দানে জিতেছে বিজেপি। তাই নিশ্চিন্ত মনে পরিবারের সঙ্গে সময় কাটালেন তিনি। ভূপালে একটি রেস্তোরাতে তিনি স্ত্রী সাধনা সিং এবং দুই ছেলের সঙ্গে বসে একেবারে হালকা মেজাজে দেখা গেল। চৌহান বলেন, রাজনীতির কাজে পরিবারকে বিশেষ সময় দিতে পারেন না। তাই এবার পরিবারের সঙ্গে খানিকটা সময় কাটালেন। মধ্যপ্রদেশের বুধানি থেকে জিতেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দুহাজার তিন থেকে মধ্যপ্রদেশে ক্ষমতায় রয়েছে বিজেপি। এবারেও ফের একবার সরকার গঠন করল বিজেপি। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম বিবেচিত হবে কিনা তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি চৌহান। তিনি বলেন, এই বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে দল। আমরা সকলেই দলের কর্মী। প্রসঙ্গত, মধ্যপ্রদেশে ২৩০ টি আসনের মধ্যে ১৬৬ টি আসনে জয়লাভ করেছে বিজেপি। কংগ্রেস পেয়েছে ৬৬ টি আসন। বিগতবারে কংগ্রেসের ঝুলিতে ছিল ১১৪ টি আসন।