আজকাল ওয়েবডেস্ক: স্কুল পড়ুয়া ও তাদের অভিবাকদের জন্য দারুন খুশির খবর। সম্প্রতি বিহারের স্কুল শিক্ষা দফতরের তরফে ২০২৫ সালে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী, আসন্ন ইংরেজি নতুন বছরে বিহারের স্কুলগুলিতে ৬৫দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি দু'মাসেরও বেশি সময়।
এছাড়াও এই ছুটির সঙ্গে যদি রবিবারগুলি যোগ করা হয় তাহলে তা বেড়ে দাঁড়াবে ৭২টিতে।

বিহারের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এই ছুটি কার্যকর হবে। বেসরকারি স্কুলগুলিতে এই ছুটির তালিকা কার্যকর করার কোনও বাধ্যবাধকতা নেই। গরম ও শীতের ছুটি বিহারের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়া ও শিক্ষাক- উভয়কেই দেওয়া হয়ে থাকে। দীপাবলি থেকে ছত্তিশড় পর্যন্ত ১০দিন ও গরমের ছুটি ২০-দিন। এই ছুটিগুলিতে পড়ুয়াদের বাড়ির কাজ দেওয়া দিতে পারবেন শিক্ষকরা। ছুটির পর তার মূল্যায়ণ করবেন তাঁরা।

বিহারের স্কুলে ছুটির তালিকা: 

২০২৫ সালের ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুল ছুটি। 
গরমের ছুটি ২রা থেকে ২১ জুন পর্যন্ত। শিক্ষকরাও এই সুবিধা পাবেন।
ধনতেরাস, দীপাবলি, চিত্রগুপ্ত পুজো, ছটপুজো ও ভাইফোঁটা উপলক্ষে ২০ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি।

নয়া এই ছুটির তালিকা অনুসারে, অন্য়ান্য উৎসবের থেকে ছটপুজোয় বিহারে সবচেয়ে বেশি ছুটি ঘোষণা করা হয়েছে।