আজকাল ওয়েবডেস্ক: শীতের শুরুতেও ভারী বৃষ্টি দক্ষিণ ভারতে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু। বৃহস্পতিবার ভারী বৃষ্টির মাঝেই কোয়েম্বাটুর সহ ৫ জেলায় স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
নীলগিরি জেলায় একাধিক জায়গায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। যার জন্য যানজটের সমস্যাও রয়েছে বহু জায়গায়। নীলগিরি মাউন্টেন রেলওয়ে বিভাগে একাধিক ট্রেন বাতিল করেছে আজ। এছাড়াও মাদুরাইয়ের বহু জায়গায় জল জমার সমস্যাও রয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার কেরল ও তামিলনাড়ুতে দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে এই দুই রাজ্যে। তেলেঙ্গানাতেও দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।