কোন দক্ষিণী নায়ককে মনে ধরেছে সারা অর্জুনের? খুল্লাম খুল্লা কী জানালেন 'ধুরন্ধর' অভিনেত্রী
নিজস্ব সংবাদদাতা
১৮ জানুয়ারি ২০২৬ ১৩ : ০৭
শেয়ার করুন
1
5
শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করলেও সারা অর্জুন এখন বিনোদন জগতের অন্যতম চর্চিত নাম। রণবীর সিং-এর বিপরীতে 'ধুরন্ধর' ছবিতে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
2
5
'ধুরন্ধর'-এ রণবীর সিং-এর বিপরীতে তাঁর অভিনয় দর্শক এবং সমালোচক মহলেও প্রশংসিত হয়েছে। ছবিটির সাফল্যের পিছনে সারার সরলতাকেও অনেকে মূল আকর্ষণ বলে উল্লেখ করেছেন। সহ-অভিনেতা রণবীরের সঙ্গে প্রায় ২০ বছরের বয়সের ফারাক সারার। তাই পর্দায় দু'জনকে রোম্যান্স করতে দেখে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। কিন্তু এই সবকিছুকে ছাপিয়ে গিয়েছে সারার অভিনয়। আর তাই এখন নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন অভিনেত্রী।
3
5
রণবীর সিং-এর ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এ দুর্দান্ত অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন সারা অর্জুন। বক্স অফিসে ছবিটি যখন দাপিয়ে বেড়াচ্ছে, তখনই নিজের আগামী কাজগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘ইউফোরিয়া’-র ট্রেলার। আর সেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেই সারা জানালেন তাঁর প্রিয় তারকার নাম— তিনি আর কেউ নন, দক্ষিণী ছবির নায়ক বিজয় দেবরকোন্ডা।
4
5
অনুষ্ঠানে সারাকে প্রশ্ন করা হয়েছিল, ইন্ডাস্ট্রিতে তিনি সবচেয়ে বেশি কাকে পছন্দ করেন বা কার দ্বারা অনুপ্রাণিত হন? উত্তরে সারা বিনয়ের সঙ্গে জানান যে, বিজয় দেবরকোন্ডাই তাঁর প্রিয় অভিনেতা।
5
5
সারা জানান, বিজয়ের অভিনয় দক্ষতা এবং পর্দার উপস্থিতি তাঁকে দারুণভাবে মুগ্ধ করে। বিশেষ করে ‘অর্জুন রেড্ডি’ খ্যাত অভিনেতার কাজের ধরন এবং ব্যক্তিত্বের প্রশংসা করতে গিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত ছিলেন। সারা আরও যোগ করেন যে, তিনি বিজয়ের প্রায় সব ছবিই দেখেন এবং ভবিষ্যতে সুযোগ পেলে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুপ্ত ইচ্ছাও রয়েছে সারার।