আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে অনগ্রসর শ্রেণির (OBC) জন্য সংরক্ষণ নিয়ে শুনানির সময় মঙ্গলবার সুপ্রিম কোর্ট সংরক্ষণ ব্যবস্থা নিয়ে তীব্র মন্তব্য করেছে। বিচারপতি সুর্যকান্ত ও এন. কোটিশ্বর সিংয়ের বেঞ্চ মন্তব্য করে, "এই দেশে সংরক্ষণ এখন রেলগাড়ির মতো হয়ে গেছে। যারা একবার কামরায় ঢুকে পড়ে, তারা আর কাউকে ঢুকতে দিতে চায় না।"
পিটিশনকারী মঙ্গেশ শঙ্কর সাসানের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট গোপাল শংকরনারায়ণন বলেন, জয়ন্ত বান্ঠিয়া কমিশন ২৭% সংরক্ষণ ঘোষণা করলেও ওবিসির রাজনৈতিক অনগ্রসরতা যাচাই করেনি।
বিচারপতি সুর্যকান্ত বলেন, "রাজ্যগুলি যদি অন্তর্ভুক্তির নীতি অনুসরণ করে, তাহলে আরও শ্রেণি অন্তর্ভুক্ত হওয়াটাই স্বাভাবিক। কেন শুধু একটি গোষ্ঠী সুবিধা পাবে?"
আদালত মহারাষ্ট্র সরকারকে নোটিস জারি করে এবং মামলাটিকে অন্যান্য মামলার সঙ্গে যুক্ত করে। পাশাপাশি, অন্য একটি মামলায় রাজ্য নির্বাচন কমিশনকে ৪ সপ্তাহের মধ্যে স্থানীয় নির্বাচনের বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেয় এবং ৪ মাসের মধ্যে ভোট সম্পন্ন করার নির্দেশ দেয়।
এই নির্বাচনগুলোর ফলাফল সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করবে বলে আদালত জানিয়েছে।
