আজকাল ওয়েবডেস্ক: দেশের প্রথম সারির ব্যাঙ্কের মধ্যে অন্যতম এসবিআই। তারা এবার দুটি নতুন রেকারিং ডিপোজিট স্কিম শুরু করেছে। এই দুটি রেকারিং ডিপোজিট স্কিম হল হর ঘর লাখপতি এবং এসবিআই প্যাটরণস।
 
 হর ঘর লাখপতি রেকারিং ডিপোজিটে আপনি ১ লক্ষ টাকা বা তার বেশি টাকা পেতে পারেন। এখানে বিনিয়োগ করলে অল্প সময়ের মধ্যে ভাল রিটার্ন পেতে পারেন। যদি সঠিকভাবে পরিকল্পনা করে বিনিয়োগ করতে পারেন তাহলে এখান থেকে ভাল রিটার্ন পাবেন। 
 
 পাশাপাশি এসবিআই আরও একটি রেকারিং ডিপোজিট স্কিম চালু করছে। সেটির নাম এসবিআই প্যাটরণস। এটি প্রধানত সিনিয়র সিটিজেনদের জন্য। যাদের বয়স ৮০ বছর বা তার বেশি তারা এখানে টাকা রাখতে পারেন। 
 
 যদি ৭ দিন থেকে ৪৫ দিনের মধ্যে টাকা রাখেন তাহলে সুদ পাবেন ৪ শতাংশ করে। যদি ৪৬ থেকে ১৭৯ দিনের জন্য টাকা রাখেন তাহলে সুদের হার হবে ৬ শতাংশ করে। যদি ১৮০ দিন থেকে ২১০ দিনের জন্য টাকা রাখেন তাহলে সুদ পাবেন ৬.৭৫ শতাংশ।
 
 ২১১ দিন থেকে শুরু করে ১ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সুদ পাবেন ৭ শতাংশ করে। ১ বছর থেকে ২ বছরের জন্য বিনিয়োগ করলে সুদ পাবেন ৭.৩০ শতাংশ। ২ বছর থেকে ৩ বছরের জন্য বিনিয়োগ করলে সুদ পাবেন ৭.৫০ শতাংশ। ৩ বছর থেকে ৫ বছরের জন্য যদি বিনিয়োগ করেন তাহলে সুদ পাবেন ৭.২৫ শতাংশ। ৫ বছর থেকে ১০ বছরের জন্য বিনিয়োগ করলে সুদ পাবেন ৭ শতাংশ করে।
