আজকাল ওয়েবডেস্ক : কোথাও যেতে হলে রাস্তায় টোল ট্যাক্স দিয়েই যেতে হয়। যদি গাড়ির সংখ্যা বেশি থাকে তাহলে তো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় টোল ট্যাক্স দেওয়ার জন্য। তবে এবার সব সমস্যা সমাধান হতে চলেছে। ভারতে খুব শীঘ্রই শুরু হতে চলেছে স্যাটেলাইট বেসড টোল ট্যাক্স। 

 

কীভাবে কাজ করবে এই স্যাটেলাইট বেসড টোল ট্যাক্স। এক্ষেত্রে প্রতিটি গাড়িতে জিপিএস থাকতে হবে। জিপিএস থাকলে কোন গাড়ি কোন লোকেশন রয়েছে সেটা জানতে অনেক বেশি সুবিধা হবে। এই জিপিএস সরাসরি যোগ করা থাকবে সেন্ট্রাল সার্ভারকে। যখন আপনি যে টোল ট্যাক্স সামনে দিয়ে যাবেন আপনি তার আগে অতি সহজে অনলাইন করে নিজের টোল ট্যাক্স দিয়ে দেবেন। 

আপনার ব্যাঙ্ক থেকে টোল ট্যাক্সের টাকা নিজে থেকে বাদ হয়ে যাবে। আর জিপিএস দিয়ে আপনার গাড়ি অতি সহজে চিনে নেবে মেশিন। ফলে আপনি কোনও টোল ট্যাক্সের সামনে এসে সোজা বেরিয়ে যেতে পারবেন। কোনও অসুবিধা হবে না। 

 

এই ব্যবস্থা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে অতি দ্রুত গোটা দেশে এর সুফল ছড়িয়ে পড়বে। তবে এই ব্যবস্থা গোটা দেশে করতে হলে অনেক বিষয়ে খতিয়ে দেখা হবে। যে পরিমান টাকা এই ব্যবস্থা করতে খরচ হবে সেটা অনুমান করে তবে কাজ চলছে। 

 

এই ব্যবস্থা শুরু হলে গোটা দেশে এক যুগান্তকারী কাজ করা হবে। কোনও গাড়ি যেমন টোল ট্যাক্স গিয়ে দাঁড়িয়ে থাকবে না। ঠিক তেমনি প্রতিটি গাড়ির তথ্য থাকবে সরকারের হাতে।