আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিগো বিমান বিপর্যয়ে চরম বিশৃঙ্খলা দেশজুড়ে। নাজেহাল অবস্থা যাত্রীদের। বিরোধীদের নিশানায় কেন্দ্রীয় সরকার। অবশেষে পরিস্থিতি নিয়ে সরাসরি মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর স্পষ্ট কথা, নিয়ম আনা হয় সিস্টেমের উন্নতির জন্য, মানুষকে হেনস্থা করার জন্য নয়। 

মঙ্গলবার ছিল এনডিএ সাংসদদের বৈঠক। সেখানেই বক্তব্য পেশ করেছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, "সরকারের কারণে জনগণ যাতে কোনও সমস্যার সম্মুখীন না হয় তা নিশ্চিত করুন। নিয়মকানুন ভাল, তবে সেগুলি ব্যবস্থার উন্নতির জন্য এবং জনসাধারণকে যাতে হয়রানির মধ্যে না পড়েন সে জন্য তৈরি করা উচিত।"

রিজিজু আরও বলেছেন, "প্রধানমন্ত্রী মোদি খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে, এমন কোনও আইন বা নিয়ম থাকা উচিত নয় যা সাধারণ নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে কষ্ট দেয়। এটা হওয়া উচিত নয়। আইন জনগণের উপর বোঝা হওয়া উচিত নয়, বরং তাদের সুবিধার জন্য প্রনয়ণ করা দরকার।"

কেন্দ্রীয় নিয়মের ফলে চালক সংকটে ইন্ডিগো বিমান সংস্থা। গত এর সপ্তাহ ধরে বাতিল করা হয়েছে একের পর এক সেই সংস্থার বিমান, বিলম্বও হয়েছে বহু। দেশজুড়ে বিভিন্ন বিমানবন্দরে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিমান বাতিলের ফলে হাজার হাজার যাত্রী আটকে পড়েছেন। 
দেশজুড়ে নিন্দার ঝড়। অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক (ডিজিসিএ) দেশজুড়ে ব্যাপক বিঘ্নের কারণ ব্যাখ্যা করার জন্য ইন্ডিগোর সিইও পিটার এলবার্স এবং সিওও ইসিদ্রে পোরকেরাসকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। সোমবার, বিমান সংস্থার তরফে "অত্যন্ত সতর্কতামূলক" চিঠিতে কেন্দ্রকে প্রতিক্রিয়া জানিয়েছে বলে সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে।

এই অবস্থার জন্য বিরোধীদের আক্রমণের লক্ষ্যবস্তু কেন্দ্রীয় সরকার। ফলে চাপ বাড়ছে মোদি সরকারের উপর। ক্রমবর্ধমান চাপের মধ্যে, সরকার মঙ্গলবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে, সংকট মোকাবিলায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং বিমান সংস্থাগুলির শীর্ষ কর্মকর্তাদের একত্রিত করেছে।

সূত্রের খবর, দৈনিক অন্তত পাঁচ শতাংশ উড়ান, অর্থাৎ প্রায় ১১৫টি ফ্লাইট ইন্ডিগোর কাছ থেকে প্রত্যাহার করতে পারে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। যেসব সংস্থা আপাতত নিয়ম মেনে এবং ভরসাযোগ্য পরিষেবা দিচ্ছে, তাদের কাছেই ইন্ডিগোর বাতিল উড়ানগুলির দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা চলছে।

বিমান চলাচল পর্যবেক্ষক সংস্থাটি উচ্চ-চাহিদা, উচ্চ-ফ্রিকোয়েন্সি রুটে কঠোর কাটছাঁট-সহ বিভিন্ন ক্ষেত্রের কার্যক্রম কমাতে বিমান সংস্থাটিকে নির্দেশ দিয়েছে। ইন্ডিগোকে বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে একটি সংশোধিত সময়সূচী জমা দিতে বলা হয়েছে।