আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু নিয়ে দিল্লি পুরসভার কাছে রিপোর্ট চাইল দিল্লি হাই কোর্ট। কেন ডেঙ্গুর এই বাড়বাড়ন্ত। পুরসভা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে কী ব্যবস্থা নিয়েছে তা জানাতে হবে এই রিপোর্টে। বিগত তিন মাসে দিল্লিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রভাব। মশার এই বংশবৃদ্ধি কমাতে পুরসভা কী ব্যবস্থা নেবে তার উল্লেখও থাকতে হবে রিপোর্টে। দিল্লির স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, বিগত তিন মাসে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। প্রতিটি এলাকায় মশা রুখতে যদি পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে স্পট ফাইনের ব্যবস্থা করার কথা ভাবছে দিল্লি পুরসভা। শহরের বিভিন্ন নালাগুলিতে যাতে মশা ডিম পাড়তে না পারে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আদালত। প্রতিবারই এই সময় দিল্লিতে মশার উৎপাত দেখা যায়। ফি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রচুর মানুষ হাসপাতালে ভর্তি হন। মৃত্যুর ঘটনাও ঘটে।