আজকাল ওয়েবডেস্ক: বিপর্যয়ের ১৭ দিনের মাথায় সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসেছেন ৪১ জন। পরিকল্পনা মাফিক তাঁদের হাসপাতালে রাখা হয়েছিল। মঙ্গলবার সকালে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ কপ্টারে তাঁদের নিয়ে যাওয়া হয় হৃষিকেশ এইমস-এ। প্রাথমিক পরীক্ষার পর তাঁদের সুস্থতার কথা বলেছিলেন চিকিৎসকেরা, তবুও পুনরায় পরীক্ষা নিরীক্ষা করার জন্য ৪১ জনকেই নিয়ে যাওয়া হয় হৃষিকেশ। এইমস-এর একজিকিউটিভ ডিরেক্টর মীনু সিং জানিয়েছেন, ৪১ জনের শারীরিক অবস্থা, ব্লাড প্রেসার, অক্সিজেন লেবেল সবই স্বাভাবিক রয়েছে। প্রাথমিক পর্যায়ে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে ৪১ জনের। শেষ পাওয়া খবরের সময় পর্যন্ত সমস্ত রিপোর্ট হাতে এসে না পৌঁছলেও, প্রাথমিক সব রিপোর্ট স্বাভাবিক। তাঁদের মানসিক স্বাস্থ্যের মূল্যায়নও করা হবে।