আজকাল ওয়েবডেস্ক: প্রজাতন্ত্র দিবসে এবার সকলের নজর কাড়তে তৈরি ভারতীয় সেনার প্রযুক্তি। এবার সেখানে দেখা যাবে রোবট কুকুর। তাদের কাছে থাকবে বন্দুক। সেখান থেকে তারা নির্দিষ্ট টার্গেটে লক্ষ্যভেদ করবে বলেও জানা গিয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে কীভাবে কাজ করবে এই রোবটগুলি। এগুলিকে সবই সেদিন কর্তব্যপথে দেখা যাবে। এই ভিডিও শেয়ার হওয়ার পরই রীতিমতো ভাইরাল হয়েছে।
চার পায়ের এই রোবটরা যে কীভাবে কাজ করে নিজেদের দেশকে সুরক্ষিত রাখার কাজটি করবে সেটি এখানে দেখানো হয়েছে। যেভাবে এর প্রশিক্ষণ চলছে তা দেখে মনে হবে যেন একেবারে সত্যিকারের কোনও কুকুরকে প্রশিক্ষণের কাজটি চলছে।
এই রোবটদের কারসাজি দেখে নেটপাড়ায় একেবারে হইচই পড়েছে। সকলেই এর তারিফ না করে পারছেন না। ফলে সেখান থেকে এবারের প্রজাতন্ত্র দিবসে এই রোবটগুলি যে বিশেষ আকর্ষণের কেন্দ্রে থাকবে সেকথা বলাই যায়। এতদিন পর্যন্ত ক্রিকেট মাঠেই রোবট কুকুরদের দেখা যেত। তবে তারা যে এবার দেশের নিরাপত্তার কাজটি করবে তা দেখে সকলেই অবাক হয়েছে।
এই ধরণের রোবট কুকুর ইতিমধ্যে আমেরিকা, চীনে দেখা গিয়েছে। তারা যেখানে যুদ্ধের বাজারে এগুলি ব্যবহার করেছে এবার সেই পথে হাঁটতে চলেছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর এই নতুন অস্ত্রকে দেখতে সেদিন ভিড় উপচে পড়বে সেকথা বলাই যায়।
