আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের ২৬ জানুয়ারি ভারত উদ্যাপন করতে চলেছে ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এই ঐতিহাসিক উপলক্ষ্যে দিল্লির রাজপথে অনুষ্ঠিত হতে চলা প্রজাতন্ত্র দিবস প্যারেড ঘিরে ইতিমধ্যেই দেশজুড়ে উত্তেজনা তুঙ্গে। প্রতিরক্ষা শক্তির প্রদর্শন, রাজ্যগুলির ট্যাবলো, সুশৃঙ্খল কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী হতে আগ্রহী মানুষের ঢল নামছে টিকিট কেনার জন্য।
সোমবার থেকেই প্রজাতন্ত্র দিবস প্যারেড ২০২৬ এবং ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিনেই অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই বিপুল সাড়া পড়ে। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের জন্য নির্ধারিত ২,২২৫টি প্রজাতন্ত্র দিবস প্যারেডের টিকিট মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। সকাল ৯টা থেকে বিক্রি শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৬৯২টি ‘বিটিং দ্য রিট্রিট’ টিকিট বিক্রি হয়ে যায়।
প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ জানুয়ারি থেকেই প্রজাতন্ত্র দিবস প্যারেড ২০২৬-এর টিকিট বিক্রি শুরু হয়েছে। পাশাপাশি ২৮ জানুয়ারি ‘বিটিং দ্য রিট্রিট’-এর ফুল ড্রেস রিহার্সাল এবং ২৯ জানুয়ারি মূল ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠানের টিকিটও পাওয়া যাচ্ছে। এই অনুষ্ঠান দিয়েই প্রজাতন্ত্র দিবস উদ্যাপনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। টিকিট কেনা যাবে ১৪ জানুয়ারি পর্যন্ত, অথবা দৈনিক কোটা শেষ হওয়া পর্যন্ত।
অনলাইনে টিকিট কিনতে হলে প্রতিরক্ষা মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট www.aamantran.mod.gov.in যেতে হবে। প্রথমে নাম, ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে, সেটি ভেরিফাই করার পর প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। দ্রুত যাচাইয়ের জন্য আধার নম্বর ব্যবহার করার সুবিধাও রয়েছে। এরপর পছন্দের ইভেন্ট নির্বাচন করে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করা যাবে। পরিবারের সদস্য বা বন্ধুদের জন্য অতিরিক্ত অতিথিও যোগ করা সম্ভব।
টিকিটের দাম সাধারণ মানুষের জন্য রাখা হয়েছে খুবই সাশ্রয়ী। প্রজাতন্ত্র দিবস প্যারেড ও ‘বিটিং দ্য রিট্রিট’ ফুল ড্রেস রিহার্সালের টিকিটের দাম ২০, আর মূল ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠানের টিকিটের মূল্য ১০০।
অনলাইনের পাশাপাশি দিল্লির ৬টি নির্ধারিত বুথ থেকেও সরাসরি টিকিট কেনা যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল ২টা থেকে ৫টার মধ্যে এই বুথগুলি খোলা থাকবে। টিকিট কেনার সময় আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট বা সরকারি ফটো আইডি সঙ্গে রাখা বাধ্যতামূলক। একই পরিচয়পত্র অনুষ্ঠানস্থলেও বহন করতে হবে।
প্রজাতন্ত্র দিবস প্যারেড ২০২৬ ঘিরে সাধারণ মানুষের উৎসাহ প্রমাণ করছে, এই জাতীয় উৎসব আজও দেশের নাগরিকদের কাছে কতটা আবেগ ও গর্বের বিষয়।
