আজকাল ওয়েবডেস্ক: আঘাত, প্রত্যাঘাত, ফের পাল্টা আঘাত। অপারেশন সিঁদুরের পরেও চলছে হামলা। ভারতের প্রতিরক্ষাদপ্তরের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতির রাতে ভারতের ১৫টি জায়গায় হামলার চেষ্টা চালায় পাকিস্তান। সেই চেষ্টাকে ব্যর্থ করেছে ভারতীয় সেনা। নিশানায় ছিল উত্তর এবং পশ্চিম ভারতের অন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কপুরতলা, জলন্ধর, লুধিয়ানা, ভাতিন্দা, চণ্ডীগড়, নাল, পালোধি, উত্তরলাই এবং ভুজ। 

এসবের মাঝেই সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর,  গুরুদাসপুর জেলা প্রশাসন নির্দেশিকা জারি করে জানিয়েছে, বৃহস্পতিবার, ৮ মে, বিকেল পাঁচটা থেকে রাত ন’ টা পর্যন্ত ব্ল্যাকআউট থাকবে সেখানে। 

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Punjab | Gurdaspur District Administration orders complete blackout in the district from 9:00 pm on 8th May to 5:00 am on May 9</p>&mdash; ANI (@ANI) <a href="

?ref_src=twsrc%5Etfw">May 8, 2025</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

 

প্রতিরক্ষামন্ত্রকের তরফে এদিন জানানো হয়েছে, এখনও পর্যন্ত পাক হামলায় পাঁচ শিশু, তিন মহিলা-সহ ১৬ জনের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর কুপওয়ারা, বারামুলা,উরি, পুঞ্চ, মেন্ধার এবং রাজৌরিতে আর্টিলারি শেল হামলা চালিয়েছে পাক সেনা। 

এর আগে, বুধবার রাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। ম্যাক্সার টেকনোলজিস কর্তৃক প্রকাশিত স্যাটেলাইট ছবিতে অপারেশন সিঁদুরের ধ্বংসযজ্ঞের বিস্তারিত দৃশ্য প্রমাণ হিসাবে সামনে এসেছে। যেখানে সুনির্দিষ্ট, পূর্বপরিকল্পিতভাবে বিমান হামলা চালানো হয়েছিল পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে। এগুলি সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত আবাসনকে টার্গেট করেছে। 

সদ্য প্রকাশিত উচ্চ-রেজলিউশনের স্যাটেলাইট ছবিতে দুটি প্রধান লক্ষ্যবস্তুর আগের এবং পরের স্পষ্ট তুলনা দেখানো হয়েছে। বাহাওয়ালপুরের কাছে মারকাজ সুবহানআল্লাহ কম্পাউন্ড এবং মুরিদকে-র নাঙ্গাল সাধনে মারকাজ তাইয়বা কমপ্লেক্স। উভয় স্থান, জেএম এবং এলইটি-র জন্য আদর্শ এবং লজিস্টিক প্রশিক্ষণ কেন্দ্র ছিল। তবে এগুলির বর্তমান দৃশ্য এখন স্পষ্ট হয়ে সামনে উঠে এসেছে। ৭ মে-র ছবিতে ধ্বংসের পরিমাণ দেখা গেছে। সেখানে ধসে পড়া ছাদ, গর্ত এবং ধ্বংসাবশেষ সবই দেখা গিয়েছে।