আজকাল ওয়েবডেস্ক: রঙের উৎসবের উদযাপন দেশ জুড়ে। কোথাও বসন্ত  উৎসব, আবীর উড়ছে আকাশে। কোথাও হোলির হইহই। এসবের মাঝেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হোলির উৎসবের মাঝেই আগুনে ঝলসে মৃত্যু হয়েছে এক আবাসনের তিনজনের। আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি আরও এক। 

ঘটনাস্থল রাজকোট। রাজকোটের আসল্যান্টিস ভবনে আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ১৪ মার্চ সকালে রাজকোটের ১৫০ ফুট রিং রোডের আটলান্টিস ভবনে আগুন লাগে। আবাসবনের একাংশের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সর্বত্রর। সেই সময় ওই আবাসনে একটি হোলির অনুষ্ঠান চলছিল বলেও জানা গিয়েছে। 

প্রথমে আবাসনের ভিতরে আটকে পড়েছিলেন অন্তত ৩০ জন। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁদের সকলকেই উদ্ধারের কাজ চলছে।জানা গিয়েছে, শুক্রবার সকালে প্রথমে ছ’ তলায় আগুন লাগে, দ্রুত তা ছড়িয়ে পড়ে পাঁচতলায়। আতঙ্কিত বাসিন্দারা একে একে খবর দেন পুলিশ, অ্যাম্বুলেন্সে। 

সূত্রের খবর, দমকলকর্মীরা উপরের তলা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য হাইড্রোলিক লিফট ব্যবহার করে, বেশ কয়েকটি পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়েছে। 

রাজকোটের ডিসিপি ক্রাইম পার্থরাজসিংহ গোহিল ঘটনা প্রসঙ্গে জানান, কীভাবে আবাসনে আগুন লেগেছে, তা জানা যায়নি এখনও। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ষষ্ট তলায় যে মেরামতির কাজ চলছিল, সেখান থেকেই শট সার্কিটের ঘটনা ঘটে।