আজকাল ওয়েবডেস্ক: বারমেরের প্রাক্তন বিধায়ক মেভারম জৈন এবং আরপিএস অফিসার আনন্দ সিং রাজপুরোহিত সহ নয়জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক মহিলা। যোধপুরের রাজীব গান্ধী নগর থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, এফআইআরে ওই মহিলা আরও অভিযোগ করেছেন যে অন্য মহিলা আনার জন্যও চাপ দেওয়া হত তাঁকে।
অভিযোগ উঠেছে বারমেরের এসএইচও গঙ্গারাম খাওয়া এবং সাব ইন্সপেক্টর দাউদ খান এবং প্রধান গিরিধারী সিং সোধার ওপরেও। মহিলা জানিয়েছেন, তাঁর বাবার অসুস্থতার কারণে তিনি পাঁচ বছর আগে রাম স্বরূপ নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাঁকে জৈনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ধর্ষণের অভিযোগ উঠেছে রাম স্বরূপের বিরুদ্ধেও। এই ভিডিও রেকর্ড করে পরে তা দিয়ে ব্ল্যাকমেল করা হত বলেও জানিয়েছেন মহিলা।
অভিযোগ উঠেছে বারমেরের এসএইচও গঙ্গারাম খাওয়া এবং সাব ইন্সপেক্টর দাউদ খান এবং প্রধান গিরিধারী সিং সোধার ওপরেও। মহিলা জানিয়েছেন, তাঁর বাবার অসুস্থতার কারণে তিনি পাঁচ বছর আগে রাম স্বরূপ নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাঁকে জৈনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ধর্ষণের অভিযোগ উঠেছে রাম স্বরূপের বিরুদ্ধেও। এই ভিডিও রেকর্ড করে পরে তা দিয়ে ব্ল্যাকমেল করা হত বলেও জানিয়েছেন মহিলা।
