আজকাল ওয়েবডেস্ক: উদয়পুরের আর এন টেগর মেডিকেল কলেজে এক ডাক্তারের ভয়াবহ মৃত্যু। হোস্টেলে ওয়াটার কুলার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর আবাসিক ডাক্তাররা ধর্মঘট শুরু করেছেন। তাঁরা জবাবদিহিতার দাবিতে বিক্ষোভ করছেন বলে পুলিশ সূত্রে খবর৷ অস্বাভাবিক এই মৃত্যুতে গোটা রাজস্থান হুলুস্থুল।
সর্বভারিতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নাগৌর জেলার মাকরানার বাসিন্দা ডঃ রবি শর্মা। বয়স আনুমানিক ৩৫। খেরওয়ারা কমিউনিটি হেলথ সেন্টারে কর্মরত ছিলেন। মহারাণা ভূপাল সিং হাসপাতালে যোগদানের নির্ধারিত সময়ের আগেই তিনি সম্প্রতি উদয়পুরে পৌঁছন। গত কয়েকদিন ধরে কলেজের স্নাতকোত্তর হোস্টেলে তাঁর চাচাতো ভাই ডঃ প্রশান্তের সঙ্গে থাকছিলেন। ওই একই প্রতিষ্ঠানের আরেকজন আবাসিক চিকিৎসক তিনি। বুধবার রাত দুটো নাগাদ ডঃ শর্মা হোস্টেলের করিডোরে একটি কুলার থেকে পানি নিচ্ছিলেন। তখন এই ঘটনা ঘটে। তৎক্ষণাৎ সিপিআর দেওয়ার চেষ্টা করা হয়। শেষমেশ বাঁচানো যায়নি তাঁকে। এই অস্বাভাবিক মৃত্যুর পর আবাসিক ডাক্তার এবং স্নাতক পড়ুয়ারা কাজ বন্ধ করে দেন। কলেজ কর্তৃপক্ষের পদত্যাগ দাবি করে স্লোগান দেন।
আইসিইউ এবং ট্রমা ওয়ার্ডে নিযুক্ত আবাসিক ডাক্তাররাও ধর্মঘটে যোগ দেন৷ এই ঘটনার জেরে দক্ষিণ রাজস্থানের অন্যতম বৃহৎ হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়। ঘটনা বর্তমানে তদন্তাধীন । কর্তৃপক্ষ হোস্টেলের যন্ত্রপাতির বৈদ্যুতিক নিরাপত্তা পরীক্ষা করার সময় ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে।
