আজকাল ওয়েবডেস্ক: জানুয়ারি মাসের শেষে শীতের দেখা নেই। দেশের বিভিন্ন রাজ্যে এখন চলছে হাল্কা শীতের খেলা। সেদিক থেকে দেখতে হলে ফের কবে ফিরবে শীত সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন। তবে এরই মধ্যে ফের ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর।
বুধবার রাতেই দিল্লির বেশ কয়েকটি জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ফলে বৃ্ষ্টির হাত ধরে খানিকটা শীত ফিরেছে দিল্লিতে। পাশাপাশি উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানেও বৃষ্টি হবে বলেই আগাম সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর।
বিহারের বিভিন্ন এলাকায় কুয়াশার দাপট থাকলেও সেখানে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশের বেশ কয়েকটি এলাকাতেও বৃষ্টি হবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই বৃষ্টি হবে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর। উত্তরপ্রদেশ, বিহার, হিমালয়ের বেশ কয়েকটি অংশ, পশ্চিমবঙ্গ এবং সিকিমে হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় চলতি সপ্তাহে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। ২৬ জানুয়ারি, রবিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রার পারদ ফের নামবে। জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে।
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় কুয়াশার জন্য হলুদ সতর্কতা রয়েছে। কুয়াশার দাপটে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। ২৬ জানুয়ারি থেকে ফের কমবে তাপমাত্রা। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী সপ্তাহে সোমবার ও মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে।
