আজকাল ওয়েবডেস্ক: কখনও তাঁকে দেখা গিয়েছে হাতে হাত মিলিয়ে কাঠের কাজ করতে আবার কখনও কুলিদের সঙ্গে মালপত্র বইতে দেখা গিয়েছে স্টেশনে। এবার রাহুল গান্ধীকে দেখা গেল চা পরিবেশন করতে। গতকালই কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছিল কেদারনাথ দর্শনে গিয়েছেন রাহুল। সেখানে তিনি দেশের জন্য সুখ এবং শান্তি প্রার্থনা করেছেন। কেদারনাথ দর্শনের মধ্যে দিয়েই তাঁর তিন দিনের উত্তরাখণ্ড সফরের সূচনা হয়েছে বলে জানা গিয়েছে। এবার দেখা গেল, তীর্থযাত্রীদের চা দিচ্ছেন রাহুল। ঘটনাটি ঘটেছে রবিবারই। কেদারনাথ মন্দিরে প্রার্থনার পর, অপেক্ষারত তীর্থ যাত্রীদের হাতে চা তুলে দেন তিনি। স্বাভাবিক ভাবেই উপস্থিত সকলেই কংগ্রেস সাংসদকে চা পরিবেশন করতে দেখে অবাক হয়ে যান। কেউ কেউ আপ্লুতও হয়ে পড়েন। প্রায় প্রতিদিন টিভিতে দেখার পর রাহুলকে সামনে দেখে সোশ্যাল মিডিয়ার যুগে, অনেকেই তাঁর সঙ্গে সেলফি তোলার অনুরোধও জানিয়ে বসেন এবং রাহুল তাঁদের হতাশ করেননি।
