আজকাল ওয়েবডেস্ক : ইউটিউব, ডিজিটাল মিডিয়ার যুগে রেডিওকে আজ সকলে ভুলে গিয়েছে। কিন্তু উত্তরপ্রদেশের রাম সিং বৌধ এক নতুন কীর্তি স্থাপন করলেন। যেখান থেকে যা পুরাতন রেডিও তিনি পেয়েছেন জড়ো করেছেন নিজের ঘরে। এরপরই কখন দেখা গিয়েছে তার কাছে রয়েছে ১২৫৭ রকমের রেডিও।
গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তোলার পরও একেবারে নির্বিকার এই ব্যক্তি। ১৯২০ সাল থেকে শুরু করে ২০১০ সাল পর্যন্ত সমস্ত ধরণের রেডিও তার ঘরে মজুত রয়েছে। দেশের বিভিন্ন বাজার থেকে এই রেডিও কিনেছেন তিনি। তার কাছে রাখা প্রতিটি রেডিও একেবারে নিজের মহিমায় অসাধারণ।
এবিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগামী জেনারেশন যাতে রেডিওর গুরুত্ব না ভুলে যায় সেজন্যেই তিনি এই কাজ করেছেন। রেডিও যাতে প্রতিটি জেনারেশন নিজেদের সঙ্গে নিয়ে যায় সেজন্যেই তিনি আগামীদিনেও কাজ করে যাবেন। নিজের রেডিও মিউজিয়াম নিয়ে তিনি নিজেও উচ্ছসিত।
আজ থেকে দশ বছর আগে ২০১৪ সালের ৩ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরু করেছিলেন মন কি বাত। আকাশবানী সেদিন থেকে সকলের কাছে ফের নতুন করে জনপ্রিয়তা লাভ করে। নিজের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাম সিংয়ের নামও করেছেন। তাকে সকলে রেডিও ম্যান অফ ইন্ডিয়া বলেই চেনেন।
